টঙ্গী প্রতিনিধি :
টঙ্গীর টিএনটি বাজার এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের নাম রাব্বী(১৮)। নিহত রাব্বী কিশোরগঞ্জ জেলার চরকাটিয়া গ্রামের সোহাগ আলীর ছেলে। শুক্রবার বিকাল ৪ টায় ঢাকামুখী ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে।এসময় নিহত ব্যক্তির মোটরসাইকেল ট্রাকচাপায় চূর্নবিচূর্ন হয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, টিএনটি বাজার এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে।