1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকার আনাচে-কানাচে করোনার হানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

ঢাকার আনাচে-কানাচে করোনার হানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ১৬১ বার

আবদুল্লাহ মজুমদারঃ করোনা ভাইরাস শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, গোটা বিশ্বের অর্থনীতিকেই নাড়িয়ে দিচ্ছে৷মানুষের জীবনযাত্রায় এর প্রভাব পড়ছে৷বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বেড়ে চলেছে।তবে সবচেয়ে দ্রুত এটি ছড়াচ্ছে রাজধানী ঢাকায়। এরই মাঝে ঢাকা শহরের আনাচে-কানাচে, সবখানেই হানা দিয়েছে করোনা।রোববার (২১ জুন) আইইডিসিআরের অনুমিত হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ১ হাজার ৮৪ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৪৫ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। আরও ৩৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৬৪ জন।গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে।

আইইডিসিআর-এর সর্বশেষ তথ্য অনুযায়ী রাজধানীর মিরপুরে ১ হাজার ১৭১ জন, উত্তরায় ৬৭৬ জন, মোহাম্মদপুরে ৫৯২ জন, মহাখালীতে ৫২২ জন, মুগদায় ৫০১ জন, যাত্রাবাড়িতে ৪৮৪ জন, ধানমন্ডিতে ৪৬৯ জন, মগবাজারে ৩৩৩ জন, তেঁজগাওয়ে ৩১৫ জন, কাকরাইলে ৩০৪ জন, রামপুরায় ২৯৬ জন, খিলগাঁওয়ে ২৯৩ জন, লালবাগে ২৭০ জন, বাড্ডায় ২৬৪ জন, গুলশানে ২৩৮ জন, রাজারবাগে ২৩০ জন, মালিবাগে ২০৮ জন, বাসাবোতে ১৮৬ জন, গেন্ডারিয়ায় ১৭৩ জন, বাবু বাজারে ১৬২ জন, ওয়ারিতে ১৫৪ জন, আগারগাঁওয়ে ১৪০ জন, বংশালে ১৩৭ জন, শ্যামলীতে ১৩৫ জন, বসুন্ধরায় ১২৯ জন, শাহবাগে ১২৯ জন, ডেমরায় ১১৮ জন, আজিমপুরে ১১৬ জন, আদাবরে ১১৫ জন, হাজারীবাগে ১১৫ জন, বনানীতে ১১৩ জন, বনশ্রীতে ১১১ জন, রমনায় ১০৫ জন, পল্টনে ৯৯ জন কলাবাগানে ৯৭ জন, মিরপুর-১-এ ৯৬ জন, কল্যাণপুরে ৯৩ জন, শের-ই-বাংলা নগরে ৯৩ জন, চকবাজারে ৯১ জন, ইস্কাটনে ৮৯ জন করোনা শনাক্ত রয়েছেন।

ওদিকে গ্রিন রোডে ৮৯ জন, মিরপুর-১২ নম্বরে ৮৭ জন, লালমাটিয়ায় ৮৪ জন, জুরাইনে ৭৫ জন, ফার্মগেটে ৭৪ জন, কাফরুলে ৬৮ জন, কামরাঙ্গির চরে ৬৫ জন, মানিকনগরে ৬৪ জন, সূত্রাপুরে ৬৪ জন, বারিধারায় ৬৩ জন, সেগুনবাগিচায় ৬৩ জন, নয়াবাজারে ৬১ জন, স্বামীবাগে ৬১ জন, ক্যান্টনমেন্টে ৬০ জন, মান্ডায় ৬০ জন, শাহজাহানপুরে ৬০ জন, মিরপুর-১১ নম্বরে ৫৯ জন, মিটফোর্ডে ৫৯ জন, মতিঝিলে ৫৭ জন, এলিফ্যান্ট রোডে ৫৬ জন, ভাটারায় ৫৪ জন, জিগাতলায় ৫৩ জন, কাঁটাবনে ৫৩ জন, মিরপুর-১৪ নম্বরে ৫৩ জন, নাখালপাড়ায় ৫৩ জন, হাতিরপুলে ৫২ জন, চাংখারপুলে ৫০ জন, কামালপুরে ৫০ জন, নারিন্দায় ৪৭ জন, শনির‌আখড়ায় ৪৬ জন, সবুজবাগে ৪৫ জন, টিকাটুলিতে ৪৪ জন, গোপীবাগে ৪৩ জন, কদমতলীতে ৪৩ জন, শান্তিবাগে ৪৩ জন, মিরপুর-২ নম্বরে ৪২ জন, খিলক্ষেতে ৪১ জন, গোড়ানে ৪০ জন, পল্লবীতে ৪০ জন, পান্থপথে ৪০ জন, সিদ্ধেশ্বরীতে ৩৯ জন, রায়ের বাজারে ৩৬ জন, শাখারি বাজারে ৩৬ জন, মিরপুর-১০ নম্বরে ৩৪ জন, পরিবাগে ৩৪ জন, বেইলী রোডে ৩৩ জন, রাজা বাজারে ৩৩ জন, কাওরান বাজারে ৩২ জন, দনিয়ায় ৩১ জন, লক্ষীবাজারে ৩১ জন, আবদুল্লাহপুরে ৩০ জন, রায়েরবাগে ৩০ জন, শেওড়াপাড়ায় ৩০ জন, দক্ষিণখানে ২৯ জন, আশুলিয়ায় ২৭ জন, পুরানা পল্টনে ২৭ জন, নীলক্ষেতে ২৬ জন, মাতুয়াইলে ২৪ জন, গোলাপবাগে ২৩ জন, শ্যামপুরে ২৩ জন, পাইকপাড়ায় ২২ জন, ধলপুরে ২১ জন, ফুলবাড়িয়ায় ২১ জন, কাজীপাড়ায় ২১ জন, সায়েদাবাদে ২১ জন, টোলারবাগে ২১ জন, মিরপুর-৬ নম্বরে ২০ জন, বাংলা মোটরে ১৯ জন, মিরপুর ১৩ নম্বরে ১৯ জন, আফতাবনগরে ১৮ জন, নিউমার্কেটে ১৮ জন, তাঁতী বাজারে ১৮ জন, তালতলায় ১৭ জন, কুড়িল ১৬ জন, শেখেরটেকে ১৬ ‌ধোলাই পাড়ে ১৫ জন, ইব্রাহিমপুরে ১৫ জন, ইসলাপুরে ১৫ জন, মাদারটেকে ১৫ জন, পীরেরবাগে ১৫ জন, আহমেদাবাগে ১৪ জন, আরামবাগে ১৪ জন, পোস্তগোলায় ১৪ জন, গাউছিয়ায় ১৩ জন, গুলিস্তানে ১৩ জন, নন্দীপাড়ায় ১৩ জন, ফকিরাপুলে ১২ জন, নিকুঞ্জে ১২ জন, বিমানবন্দরে ১১ জন, ইসলামবাগে ১১ জন, কচুক্ষেতে ১১ জন, মেরাদিয়ায় ১১ জন, রূপনগরে ১১ জন, হাতিরঝিলে ১০ জন, নাজিরাবাজারে ১০ জন, শহীদনগরে ১০ জন, আরমানিটোলায় ৯ জন, সদরঘাটে ৯ জন, ফরিদাবাগে ৮ জন, গাবতলীতে ৮ জন, কোনাপাড়ায় ৮ জন, কুতুবখালীতে ৮ জন, মীর হাজীরবাগে ৮ জন, মোহনপুরে ৮ জন, নওয়াবপুরে ৮ জন, রসুলপুরে ৮ জন, তেজকুনীপাড়া ৮ জন, ভাষানটেকে ৮ জন, বাংলা বাজারে ৭ জন, বসিলায় ৭ জন, হাজীপাড়ায় ৭ জন, শাহজাদপুরে ৭ জন, তেজতুরী বাজারে ৭ জন করোনা শনাক্ত রয়েছেন।

এছাড়া আশকোনায় আছেন ৬ জন, সেন্ট্রাল রোডে ৬ জন, ইন্দ্রিরা রোডে ৬ জন, মালীতোলায় ৬ জন, মিরপুর ৭ নম্বরে ৬ জন, নীলক্ষেতে ৬ জন, তুরাগে ৬ জন, বকশীবাজারে ৫ জন, ইংলিশ রোডে ৫ জন, গণকটুলিতে ৫ জন, লালকুঠীতে ৫ জন, মাটিকাটায় ৫ জন, মিন্টু রোডে ৫ জন, সিপাহীবাগে ৫ জন, আহমেদ নগরে ৪ জন, বেগুনবাড়িতে ৪ জন, কাজলাতে ৪ জন, মৌচাকে ৪ জন, রসুলবাগে ৪ জন, সিদ্দিকবাজারে ৪ জন, তালাবাগে ৪ জন, ধোলাইখালে ৩ জন, মেরুলে ৩ জন, শংকরে ৩ জন, সেনপাড়ায় ৩ জন, সোয়ারিঘাটে ৩ জন, আমিনবাজারে ২ জন, আসাদ গেটে ২ জন, বাদামতলীতে ২ জন, বাগানবাড়িতে ২ জন, বেগম বাজারে ২ জন, বিজয়নগরে ২ জন, ফরাশগঞ্জে ২ জন, ফরিদাবাগে ২ জন, গুলবাগে ২ জন, জেইলগেটে ২ জন, নয়াপল্টনে ২ জন, শাহ আলী বাগে ২ জন, বানিয়ানগরে ১ জন, বেড়ীবাঁধে ১ জন, বুয়েট এলাকায় ১ জন, ঢাকেশ্বরীতে ১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম