সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর ৮০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে নমুনা দিতে এসে টুটুল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) হাসপাতালে এসে নমুনা দেয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহত টুটুল মিয়া রায়পুরা উপজেলার ভিটি মরজাল এলাকার শাহজাহান মিয়ার পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে গত কয়েকদিন ধরেই ভূগছিলেন তিনি। আজ নমুনা দিতে হাসপাতালেই তার মৃত্যু হয়।
ডাঃ এএনএম মিজানুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন তিনি। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আগেই তাকে ভর্তির পরামর্শ দেই। কিন্তু ভর্তির আধাঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়।
তিনি অারও বলেন, প্রাথমিকভাবে করোনার উপসর্গ রয়েছে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলেই করোনা পজিটিভ কি না সেটা নিশ্চিত হওয়া যাবে।