জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজারের মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত দুইটি ওষুধ ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে। গত রবিবার নাঙ্গলকোট উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন বিশ^াস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে বাঙ্গড্ডা মধ্যবাজার আবদুল মমিন শপিং সেন্টারের নিচ তলার নিউ মাস্টার ফার্মেসীর মালিক ও বাঙ্গড্ডা বাজার ঔষধ মালিক সমিতির সভাপতি প্রভাষক পেয়ার আহম্মদকে ৪ হাজার টাকা ও বটতলার মেডিসিন গ্যালারির মনিরকে ২হাজার টাকা জরিমানা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা বাজারের বিভিন্ন ঔষধ ফার্মেসীগুলোর মালিকরা দীর্ঘদিন থেকে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয় করে ক্রেতারা প্রতারিত হয়ে হচ্ছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন বিশ^াস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এর সত্যতা পেয়ে জরিমানা আদায় করেন।