এলাকাতে স্বস্ত্বি এবার সঠিক তথ্য বের হবে
নাংগলকোট (কুমিল্লা)প্রতিনিধি ঃ
কুমিল্লা নাংগলকোটের ১নং বাংগড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার নতুন মোর নিতে শুরু করছে । শ্যামল বাংলা পত্রিকায় নিউজ করার পর থেকে এলাকায় এটা নিয়ে আরও বেশি তোলপাড় শুরু হয়েছে এবং এলাকাবাসী এটা নিয়ে আরও সোচ্চার হয়ে উঠেছে।
এরি প্রেক্ষিতে আজ সন্ধ্যা আনুমানিক ৭.৩০মি. সময় ভিকটিমের ভাই এবং বাবাকে নাংগলকোট থানা পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, আজ সকাল ১০ টার সময় গ্রামে সালিশ বা বিচার হওয়ার কথা থাকলেও বৃষ্টির অযুহাত দেখিয়ে হয়নি। যদিও ধর্ষণের বিচার গ্রাম সালিশে করার এখতিয়ার নেই।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতরাত থেকে ঐ এলাকা বিচারের নামে টাকা -পয়সার লেনদেন হয়েছে। এলাকাবাসীর দাবি বিচার যেন সুস্থ এবং নিরপেক্ষ হয়।
এদিকে এলাকাবাসী মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছে বলে জাননা যায়।