চকরিয়া প্রতিনিধি: চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবিরের ভগ্নিপতি ও স্নেহভাজন মহিউদ্দিনের পিতা বরইতলী সিকদারপাড়া নিবাসী সাবেক এমইউপি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া হারবাংয়ের কৃতী সন্তান কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে একজন প্রথম সারির মুক্তিযোদ্ধা ছিলেন ইব্রাহিম খলিল। তিনি ছিলেন সৎ ও নিষ্ঠাবান সমাজসেবক। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তা’আলা যেনো তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নেন বিবৃতির সংক্ষিপ্ত মুনাজাতে এই কামনা করেন সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।