আবিদ হোসেন রাজু, মনপুরা উপজেলা প্রতিনিধি :
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারের শহর রক্ষা বাঁধটি নদীভাঙনের হাত থেকে বাঁচাতে স্বেচ্ছাশ্রমে সংস্কার করছে গ্রামবাসী।
জানা গেছে, শহর রক্ষা বাঁধ সংলগ্ন সড়কটি মনপুরার প্রধান সড়ক। বাঁধ ভেঙে সড়কটি ক্ষতিগ্রস্ত হলে দুর্ভোগ পোহাতে হবে চরযতিন ও সোনারচর গ্রামের ১০ হাজারের বেশি মানুষকে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উত্তর চরযতিন সমাজ কল্যাণ সংগঠন-এর উদ্যোগে ও বেড়িবাঁধ রক্ষা কমিটির নেতৃত্বে চরযতিন ও সোনারচর গ্রামের মানুষ নিজেদের অর্থায়নে জিও ব্যাগ ফেলছে ভাঙনের ঝুঁকিতে থাকা বাঁধের বিভিন্ন পয়েন্টে। এ কাজে এগিয়ে এসেছেন মনপুরার অনেক বিত্তবান।
উত্তর চরযতিন সমাজ কল্যাণ সংগঠনের আহবায়ক আমিমুল ইহসান জসিম জানান, বেড়িবাঁধ সংলগ্ন পাকা সংযোগ সড়কটি ভেঙে গেলে দুই গ্রামের শত শত শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ বিপাকে পড়বে। এ কারণে তরুণরা উদ্যোগ নিয়ে বাঁধ সংস্কার করছে। প্রশাসন এ উদ্যোগের প্রশংসা করেছে।
মানব কল্যানে এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান গ্রাম বাসীরা।