আবিদ হোসেন রাজু,
মনপুরা উপজেলা প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় স্বাস্থ্যকর্মী
সহ আরো ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। রবিবার(২৮ই জুন) রাতে মনপুরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, আজ রাতে প্রাপ্ত নমূনার ফলাফলে আরো ২ জনের পজেটিভ আসে। একজন হলেন, উপজেলার হাজীর হাট ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি। অন্যজন হলেন, বেসরকারী সংস্থা ব্র্যাকের হাজীর হাট ব্রাঞ্চে কর্মরত ফিল্ড অফিসার। উপসর্গ থাকায় তারা গত ২৫ই জুন হাসপাতালে এসে নমূনা দিয়ে যান। আজকে তাদের নমূনার ফলাফল পজেটিভ আসে। তবে বর্তমানে তারা অনেকটা সুস্থ হয়ে উঠছেন বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এপর্যন্ত ২৬৪ জনের নমূনা সংগ্রহ করা হয়েছে। অপেক্ষমান থাকা নমূনার সবগুলোর অর্থাৎ ২৬৪ জনেরই নমূনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ জনকে সুস্থ হিসেবে ঘোষনা করা হয়েছে। বর্তমানে ৩জন হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।