মোঃ সাইফুল্লাহ; এসো ভাই দেশ গড়ি– তুলা চাষ বৃদ্ধি করি- এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের (ফেজ-১) এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন২০২০ রবিবার বেলা ১১টার দিকে তুলা উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জোন শ্রীপুর ইউনিটের আয়োজনে মাগুরা শ্রীপুরের খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে দিন ব্যপি ৩ ব্যাচে ৪০ জন করে মোট ১২০ জন তুলা চাষিদের (কৃষক / কৃষাণিদের) নিয়ে বিশেষ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক ও আর্দশ কৃষক শিকদার মন্জুরুল আলমের আলমের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসেে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা খোন্দকার এনামুল কবীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কটন অফিসার স্বপন কুমার রায়। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন – কটন ইউনিট অফিসার মহানন্দ সমাদ্দার, সহকারী কটন ইউনিট অফিসার চামেলি খাতুনসহ আরো অনেকে। এক প্রশ্নের জবাবে মহানন্দ সমাদ্দার জানান- চলতি বছর শ্রীপুর ইউনিটের অধীনে দেড়শো হেক্টর জমিতে তুলা চাষ হয়েছিল, আগামীত তুলা চাষ আরো বৃদ্ধি পাবে বলে আমরা মনে করছি।