1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী অপু গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেনবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাটপার জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রসাশক নিকট স্মারকলিপি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ হতদরিদ্র ও অসহায় শীতার্ত পরিবার ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ডিজিটাল নিরাপত্তা মামলা বেকসুর খালাস পেলেন জাগো নিউজের সাংবাদিক তানু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের ফসলী জমির মাটি লুটের অভিযোগ

মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী অপু গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১৭৮ বার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ রামগড়-মানিকছড়ি উপজেলার বিশাল এ জনপদের ত্রাস ইউপিডিএফ’র রামগড় ইউনিটের সংগঠক একাধিক মামলার আসামী কাপসিরাই ত্রিপুরা (অপু)ওরফে ছবির (৪২)কে ১টি এলজি (অস্ত্র), ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, দুই শতাধিক চাঁদা আদায়ের রশিদ বই, নগদ ৩৯ হাজার ৭শত ৫১ টাকা, ছয়টি মোবাইল ফোন,ব্যাগ ও ব্যবহারের কাপড়, সংগঠনের ব্যানার, চারশতাধিক লিফলেট, সংগঠনের মাসিক ও বাৎসরিক হিসাব বই, দলীয় পতাকাসহ বিভিন্ন সরঞ্জামাদিসহ উদ্ধার করেছে যৌথবাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১ যুগের অধিককাল ধরে মানিকছড়ি ও রামগড় উপজেলার বাটনাতলী ও পাতাছড়া ইউনিয়নের প্রায় ১৫/২০ গ্রামে ত্রাসের রাজত্ব করছিল ইউপিডিএফের রামগড় ইউনিটের সংগঠক কাপসিরাই ত্রিপুরা (অপু)ওরফে ছবির (৪২)। সম্প্রতিকালে দুই উপজেলার উল্লেখিত ইউনিয়নে বসবাসরত জনগোষ্টির ওপর ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রাখায় বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো.ওয়ালি উল্লাহ জনপদে টহল জোরদারের পাশাপাশি নিরাপত্তা বাড়াতে তৎপর হয়ে উঠে।
ফলে গত ৪ জুন বৃহস্পতিবার বিকালে রামগড় উপজেলার নাভাঙ্গা নামক এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীরা চাঁদাবাজির উদ্দেশ্যে একত্রিত হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে টহলে যায় বাটনাতলী ক্যাম্পের সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো.ওয়ালি উল্লাহ ও তার টহল দল। অভিযানে গিয়ে নির্জণ জঙ্গলে ইউপিডিএফের রামগড় ইউনিটের সংগঠক কাপসিরাই ত্রিপুরা (অপু)ওরফে ছবির (৪২)পিতা -খিরেন্দ্র ত্রিপুরা, সাং-রাজেন্দ্র কার্বারী পাড়া, দীঘিনালা, খাগড়াছড়িকে আটক করেন।
এ সময় তার আস্তানা থেকে চাঁদা আদায়ের দুইশত ১৬টি রশিদ বই, নগদ ৩৯ হাজার ৭শত ৫১ টাকা, ছয়টি মোবাইল ফোন, ব্যাগ ও ব্যবহারের কাপড়, সংগঠনের বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, ৪শত ৫০টি লিফলেট, সংগঠনের মাসিক ও বাৎসরিক হিসাব বই, দলীয় পতাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। এ সময় অন্য সহযোগিরা পালিয়ে যায়। তথ্য আদায়ের উদ্দেশ্যে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে ৫ জুন বিকালে মানিকছড়ি উপজেলার জামতলা এলাকায় সন্ত্রাসীর অপর আস্তায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী।
উদ্ধারকৃত অস্ত্র,গুলি ম্যাগজিন ও সকল সরঞ্জামাদিসহ সন্ধ্যার পর ইউপিডিএফের সন্ত্রাসী কাপসিরাই ত্রিপুরা (অপু)ওরফে ছবির (৪২)কে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ৩ তারিখ-৬ জুন-২০২০ খ্রি.।
অফিসার ইনচার্জ আমির হোসেন বিষয়টি স্বীকার বলেন, আটক ইউপিডিএফ সংগঠক কাপসিরাই ত্রিপুরা (অপু) একাধিক মামলা আসামীও বটে। সে দীর্ঘ ১ যুগের অধিককাল ধরে মানিকছড়ি ও রামগড় উপজেলা বিশাল জনপদে ত্রাস সৃষ্টি করে আসছিল। আজ যৌথবাহিনীর অভিযানে অস্ত্র বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার শেষে তার বিরুদ্ধে অস্ত্র,সন্ত্রাস দমন ও চাঁদাবাজি আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম