মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- করোনাকে জয় করলেন মানিকছড়ি উপজেলার প্রথম করোনা পজিটিভ আসা অশেষ কুমার চৌধুরী। ফলে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তাকে আনুষ্ঠানিকভাবে করোনা জয়ী ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা। পরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার প্রথম ‘করোনা’ পজেটিভ শনাক্ত হয়েছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী অশেষ কুমার চৌধুরী’র। তিনি গত ১৬ মে আইসোলেশনে ভর্তি হন এবং ২৩ মে রির্পোটে করোনা পজেটিভ শনাক্ত হয়। দ্বিতীয়বার রির্পোট নেগেটিভ হলেও ৩য় বার পজেটিভ আসায় দু’দফা তাকে ২৮ দিন আইসোলেশনে থাকতে হয়েছে।
অবশেষে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ৪র্থ রির্পোটে তার করোনা নেগেটিভ আসায় আনুষ্ঠানিকভাবে তাকে ‘করোনা’ জয়ী ঘোষণা করা হয়।
করোনা জয়ী অশেষ কুমার চৌধুরী জানান, তার এই অসুস্থ্যকালীন সময় আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা দেয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনাকে ভয় নয়, মনোবল শক্ত রেখেই জয় করা সম্ভব বলে তিনি মনে করেন।