হে-মুজিব,
তোমায় দেখেছি আমি,পূর্ণিমার চাঁদের হাসিতে,
তোমায় দেখেছি আমি,রাখালের মধুর বাঁশিতে।
হে- মুজিব,
তোমায় দেখেছি আমি পদ্ম পাতার শিশির জলে,
তোমায় দেখেছি আমি, অশ্বথ গাছের ছায়া তলে।
হে- মুজিব,
তোমায় দেখেছি আমি শরতে সাদা মেঘের পালে,
তোমায় দেখেছি আমি,পল্লী বধুর উনূনের জ্বালে।
হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, জনতার মধুর শ্লোগানে,
তোমায় দেখেছি আমি,সকালে পাখির কলতানে।
হে- মুজিব,
তোমায় দেখেছি আমি,গরীবের ভাঙা ছাউনিতে,
তোমায় দেখেছি আমি, মাঠে ভরা শস্যের খেতে।
হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, শ্রমিকের ঘাম ঝরা জলে,
তোমায় দেখেছি আমি,কৃষকের ধান ভাঙা কলে।
হে- মুজিব,
তোমায় দেখেছি আমি,পল্লী বধুর মুখের হাসিতে,
তােমায় দেখেছি আমি,গরীবের ভাঙা ঝুপড়ীতে।
হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, হাজার জনতার মিছিলে,
তোমায় দেখেছি আমি,জনতার শ্লোগানে ভিজিলে।
হে- মুজিব,
তোমায় দেখেছি আমি,ভোরের আলোর নতুন রংএ,
তোমায় দেখেছি আমি,ফাগুনে ললনার নাচের ঢংএ।
হে- মুজিব,
তোমায় দেখেছি আমি,খেলার মাঠে দর্শক সারিতে,
তোমায় দেখেছি আমি,দূরের গ্রামের ভাঙা বাড়িতে।
হে- মুজিব,
তোমায় দেখেছি আমি,গোধুলী বেলায় মাঝির ঘাটে,
তোমায় দেখেছি আমি, বিকেল বেলার সূর্য পাটে।
হে-মুজিব,
তোমায় দেখেছি আমি,সকাল বেলার পাখির গানে,
তোমায় দেখেছি আমি, নদীতে মাঝির ভাটির টানে।
হে-মুজিব,
তোমায় দেখেছি আমি,স্কুলে ছেলের কলকাকলীতে,
তোমায় দেখেছি আমি,গাছের ছায়ায় শিল্পীর তুলিতে
হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, কামারের হাতুড়ির বাড়িতে,
তোমায় দেখেছি আমি, হায়নার মুখের হাসি কাঁড়িতে
হে-মুজিব,
তোমায় দেখেছি আমি,নদীতে মাঝির গানের সুরে,
তোমায় দেখেছি আমি,হাটিয়া যাইতে অনেক দূরে।
হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, জাতীয় সংঘে বাংলা ভাষনে,
তোমায় দেখেছি আমি, ক্ষুধায় গরীবের তীব্র কাঁদনে।
হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, খেলায় সাথী নিয়ে খেলতে,
তোমায় দেখেছি আমি, গরীবের দুঃখে জল ফেলতে।
হে- মুজিব,
তোমায় দেখেছি আমি, সদা মানুষের কথা বলতে,
তোমায় দেখেছি আমি, দূরে পায়ে হেটে পথ চলতে।
হে- মুজিব,
তোমায় দেখেছি আমি, তীব্র রৌদ্রে মিছিলের সারিতে
তোমায় দেখেছি আমি, হায়নার দল তোমায় মারিতে।
হে-মুজিব,
তোমায় দেখেছি আমি, সবুজ ক্ষেতে শস্যর মাঠে,
তোমায় দেখেছি আমি, সকাল বেলায় নদীর ঘাটে।