1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে ধুমছে চলছে কিস্তি আদায়! বিপাকে গ্রাহকরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ মার্চ ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৫৭ পঙ্গু ও দুস্থ শ্রমিকের মাঝে চেক বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ  দলইনগর শাখার ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা চৌদ্দগ্রামে ৪৮ ঘণ্টার ব্যবধানে একই জায়গায় দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে নৈশ্যপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার ! ঈদগাঁওয়ে ওলামা পরিষদের মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য শিমুল গাছ পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন # মাদক থেকে দূরে থাকতে হবে: মহীয়ান গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারী সহ জনতার হাতে আটক: বিয়ের প্রতিশ্রুতিতে ছাড়

রাঙ্গাবালীতে ধুমছে চলছে কিস্তি আদায়! বিপাকে গ্রাহকরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২০৬ বার

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: করোনাভাইরাসের প্রভাবে অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়া সাধারণ মানুষের কাছ থেকে সরকারী নির্দেশনা অমান্য করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবীতে গ্রাহকদের কাছ থেকে বেসরকারী সংস্থা (এনজিও) আশা সমিতির মাঠকর্মি চাপ প্রয়োগ করে কিস্তি আদায়ের অভিযোগ উঠেছে।

সরকার করোনা পরিস্থিতিতে চলতি মাসের ৩০ জুন পর্যন্ত ক্ষুদ্র ঋণের কিস্তি শিথিলযোগ্য করলেও তা বাড়িয়ে আগামী সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ করা হয়েছে। ওই সময় পর্যন্ত কোনো ঋণ বা ঋণের কিস্তিকে বকেয়া বা খেলাপি করা যাবে না। একই সঙ্গে ক্ষুদ্র ঋণের গ্রাহকদেরকে ঋণের কিস্তি পরিশোধে বাধ্য করা বা চাপ দেয়া যাবে না।

এ বিষয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটি (এমআরএ) থেকে মঙ্গলবার একটি সার্কুলার জারী করে ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

ইউনিয়নের বিভিন্ন এলাকায় আশা সমিতির কতৃপক্ষ গ্রাহকদের বাড়িতে গিয়ে কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করছে। এমনকি কিস্তির টাকা দিতে না পারলে গ্রাহকদের সাথে অশালীন ব্যাবহার করা হয়েছ। অশালীন ব্যাবহারের অভিযোগও পাওয়া গেছে আশা সমিতির লোন অফিসারদের বিরুদ্বে।

ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাম প্রকাশ না করায় এক গৃহবধু বলেন আমি তো শুনছি যে করোনা ভাইরাসের কারনে আপাদত কিস্তি নেওয়া বন্ধ। কিন্তু হঠাৎ করে দেখি,(২৭শে জুন) শনিবার আশা’র তক্তা বুনিয়া ব্রাঞ্চ অফিস থেকে আমার কাছে কিস্তি নিতে আসে আমি খুব অসুস্থ ছিলাম।আমার স্বামী করোনার পর থেকে বেকার কোনো কাজকর্ম করতে পারে না।

তিনি আরো বলেন, আমার স্বামী জেলে সরকার ৬৫ দিনের অবরোধ দিয়েছে সরকারি নির্দেশ মেনে আমার স্বামী এখন বাড়িতে আছে, টাকা যোগার করতে না পারায় (আশা,র মাঠকর্মি) আমার ঘরের পিছনের দরজা দিয়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে।

এদিকে ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা এমআরএ’র সার্কুলারে বলা হয়, কোনো গ্রাহক নিজ ইচ্ছায় ঋণের কিস্তি পরিশোধ করলে তা নিতে কোনো বাধা থাকবে না। গ্রাহকের কিস্তি পরিশোধের কারণে ঋণের মানের কোনো উন্নতি হলে তা করা যাবে। তবে কোনো ক্রমেই কোনো ঋণকে নতুন করে খেলাপি করা যাবে না।

তবে এলাকাবাসীর অভিযোগ- এসকল কোন আইন- কানুন কিংবা নিয়ম নীতি মানছেনা আশা’র তক্তাবুনিয়া ব্রাঞ্চের কর্মকর্তারা।

জানতে চাইলে এনজিও সংস্থার মাঠকর্মীরা বলেন, গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা আদায়ে কোনো চাপ সৃষ্টি করি না।গ্রাহকেরা তাদের সুবিধামত টাকা দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, যারা একান্ত দরিদ্র টাকার সংকট তাদের কাছ থেকে জোরপূর্বক কিস্তি আদায় করা যাবেনা। যদি জোরপূর্বক কিস্তি আদায় করা হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম