1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাস্তায় প্রচুর মানুষ; চলাচলে নেই কোন সংক্রমণের ভয়; অন্যদিকে করোনা সন্দেহে লাশ দাফনে অনিহা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশেষ শিশুদের উন্নয়নে স্বেচ্ছাসেবী প্রকল্প ‘স্বপ্নতরী’ মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু! মাগুরায় ভূমিদস্যু আখ্যা দেওয়ার প্রতিবাদ ও পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে হরিপুরে মটরসাইকেল চুরির দায়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে কনকাপৈতের তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন, এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! চৌদ্দগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে কাঁচাবাজার স্থাপন, কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ঠাকুরগাঁওয়ে সেতু নির্মাণ কাজ রেখে পালিয়েছেন ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী

রাস্তায় প্রচুর মানুষ; চলাচলে নেই কোন সংক্রমণের ভয়; অন্যদিকে করোনা সন্দেহে লাশ দাফনে অনিহা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ১৩৬ বার

সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ডে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মৃত্যুবরণ করেন এক মুক্তিযোদ্ধা।

সকাল ১০টার দিকে শুরু হলো শ্বাসকষ্ট। ১১টায় আসলো এম্বুলেন্স। সিএনজি চালকরা জানালো অস্বীকৃতি। অথচ এম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দিতে পথ ছিল মাত্র ২ মিনিটের। এগিয়ে আসতে অনীহা আত্মীয় স্বজনের। কষ্ট করে হেঁটেই এম্বুলেন্স পর্যন্ত যেতে হলো তাঁকে। একরাশ কষ্ট নিয়ে ভর্তি হলো হাসপাতালে। দুপুর আড়াইটার দিকে শ্বাসকষ্ট নিয়ে চলে যেতে হল পরপারে।

বলছিলাম মুক্তিযোদ্ধা জালাল আহমেদের (৮০) কথা। গত কয়েকদিন ধরে জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর এলাকার এ বাসিন্দা। গতকাল রবিবার (৭ জুন) বেলা ১১টার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

মৃত্যুর পরও কি নির্মমতার শেষ হয়েছে? না! মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য জীবনবাজি রেখে দেশ স্বাধীন করলেন, অথচ উনাকে গোসল দেয়ার মত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। করোনার ভয়ে এগিয়ে আসতে অনীহা আত্মীয় স্বজনের।
তবে এ নির্মমতার মধ্যেও বেঁচে ছিল কিছু মানবিকতা। করোনার ভয়ে এলাকাবাসী যেখানে তটস্থ সেখানে এ মুক্তিযোদ্ধার লাশ দাফন করে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ৷ উত্তর বগাচতর গ্রামে রবিবার দিবাগত রাত ২টায় এই লাশ দাফন করা হয়।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে তার লাশ নিজ বাড়িতে নিয়ে আসলে ভয়ে এলাকার অনেকে লাশের কাছে আসতে অস্বীকৃতি জানান। লাশ দাফন ও কবর খোড়ার জন্য এগিয়ে আসেনি কেউ। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খান ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা মৃত ব্যক্তির সন্তানকে নিয়ে দাফনের সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন ৷

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খান বলেন, ‘করোনা সন্দেহে লাশ দাফনে কেউ এগিয়ে আসেননি। পরে সাহসিকতার সঙ্গে ও উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা ও মৃত ব্যক্তির সন্তানকে নিয়ে আমরা গোসল ও দাফন সম্পন্ন করি।’

তিনি জানান,‘মৃত্যুর সংবাদ পেলাম বেলা আড়াইটায় ,দৌঁড়ে বাড়িতে গেলাম,

উল্লেখ্য উনার একমাত্র সন্তান পুলিশে কর্মরত তাছাড়া করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরও ২১ দিনের আইসোলেশানে ছিলেন।চারপাশে কেউ নেই। দিনের আলোয় ও মনে হলো অন্ধকারে ভুতুরে পরিবেশ!

কবর খোঁড়ার জন্য কাউকে পাচ্ছিলাম না,ছাত্রলীগের ছোট দুই একজন ভাই কে পাঠিয়ে সাহস দিয়ে উনাদের নিয়ে আসলাম, উনারা যখন কবর খোঁড়ার জন্য রেডি একটা কোদাল কেউ দিচ্ছিলো না,সেইটা ও ব্যবস্থা করলাম।

মাগরিবের সময় লাশ বাড়িতে আনা হলো,মৃত ব্যাক্তি কে গোসল করানোর জন্য। একজন কে প্রস্তুত রেখেছিলাম,যিনি সবসময় মৃত ব্যাক্তিকে গোসল করান। উনার জন্য অপেক্ষা করি কিন্তু উনি আসেন না,পরে শুনলাম উনাকে আসতে দেওয়া হয় নাই।

বীর মুক্তিযুদ্ধা যিনি দেশের জন্য জীবনবাজি রেখে দেশ স্বাধীন করলেন,অথচ উনাকে গোসল দেওয়ার মত কাউকে খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ উনার একমাত্র ছেলে,আমি এবং সৈয়দপুর ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা ৩ জনে মিলে জীবনে প্রথম একজন মৃত ব্যাক্তি কে গোসল করালাম।

তিনি আরো জানান,সকালে সীতাকুণ্ড বাজারে দেখলাম হাজার হাজার মানুষ,নেই কোন সামাজিক দুরুত্ব, সেইটা চিন্তায় আসলে মেজাজটা আর ঠিক থাকে! এই আমাদের করোনার ভয়?

প্রশ্ন রাখেন, মানুষের করোনাকে কোন ভয় নেই, কোন নিয়ম কেউ মানবেনা, উল্টো করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেলে তার প্রতি এত অবহেলা?

লাশ দাফনের সার্বিক সহযোগিতায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: নুর উদ্দীন রাসেদ এর প্রতি,উনারা সার্বক্ষণিক বিষয়টা তদারকি এবং পিপিই দিয়ে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম