এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম থেকে ল্যাবে প্রেরিত ১০টি নমুনায় ৮ জনেরই পজেটিভ রিপোর্ট এসেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ৩১ মে নমুনাগুলো কুমিল্লা ল্যাবে পাঠালে আজ ৩ জুন ওই রিপোর্ট আসে। এতে জনমনে আতংক সৃষ্টি হলেও কার্যকর কোন পদক্ষেপ নেই।
জানা গেছে, করোনা পজেটিভ হওয়া রোগীদের বেশিরভাগই পূর্বে আক্রান্তদের স্বজন। এর মধ্যে পূর্বে আক্রান্ত একজনের ২য় নমুনায় নেগেটিভ হলেও ৩য় নমুনায় পজেটিভ আসে। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে।
এদিকে, ১০টি নমুনায় ৮টি পজেটিভ হওয়ায় সচেতন লোকদের মধ্যে আতংক বিরাজ করছে। কিন্তু এলাকার বেশিরভাগ লোকই অনেকটা বেশামাল আচরণ করছেন। উল্লেখ্য ইতিপূর্বে ১৫টি নমুনায় ১১টিই পজেটিভ আসে। তবুও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই দেখা যাচ্ছে না।
অপরদিকে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মিজিয়াপাড়ায় উপসর্গ নিয়ে মৃত রোকেয়া বেগমের (৭০) নমুনা নেগেটিভ এসেছে।
উপজেলা করোনা র্যাপিড রেন্সপন্স টিম প্রধান ডাঃ আবদুল আলী জানান, মানুষের অবাধ বিচরণের ফলে পুরো উপজেলা করোনা রেড জোন আকার নিতে পারে। কিছুতেই মানুষকে ঘরে আটকানো যাচ্ছে না।