লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট থেকে:
লালমনিরহাটে করোনা উপসগঁ নিয়ে পৌরসভার সাবেক কমিশনার সেকেন্দার অালীর স্তী অালেয়া বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। জানা গেছে লালমনিরহাট পৌরসভার সাবেক কমিশনার করোনায় অাক্রান্ত হয়ে গত সপ্তাহ থেকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে এর মধ্যে তার স্তী অালেয়া বেগম অসুস্হ্য হলে তাকেও চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেয়া হলে সে বুধবার ভোর রাতে মারা যায়। তবে লালমনিরহাট সদর হাসপাতালের পক্ষ থেকে ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে।