1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লিবিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় ভৈরবে ১ জন গ্রেফতার, ৫ দিনের রিমান্ড মঞ্জুর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত! শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন আমরা গড়েয়াবাসী’র সভাপতি ইসরাইল আজাদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর নকলায় যুবলীগ নেতা নূর হোসেন গ্রেফতার হারুনুর রশিদ শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি—বার্ষিক সম্মেলন সালাউদ্দিন চৌধুরী সাথে গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্রদের সদ্য অনুমোদিত কমিটি সৌজন্য সাক্ষাৎ অশ্বদিয়া স্পোর্টিং ক্লাবের শর্ট পিচ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙ্গাবালী সুদমুক্ত ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায়

লিবিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় ভৈরবে ১ জন গ্রেফতার, ৫ দিনের রিমান্ড মঞ্জুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ১৬৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
লিবিয়ায় গুলি করে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থেকে মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারি নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রামের বাড়ি ভৈরবের শ্রীনগরে।

গত রোববার (৩১ মে) দুপুরে লিবিয়ায় নিহত সাদ্দাম হোসেন আকাশের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে সাত জনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। তারই জের ধরে বাচ্চু মিলিটারিকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অর্গানাইজ ক্রাইম (টিএইচবি) বিভাগের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান। ২নং জিআর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রকিবুল বারী জামিন আবেদন শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় ভৈরবের মানবপাচারকারী তানজিরুলকে প্রধান আসামি করা হয়। এছাড়াও আজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ভৈরব থেকে সিআইডি বাচ্চু মিলিটারিকে গ্রেফতার করে। তিনি ওই মামলার দ্বিতীয় আসামি।

মামলার অন্য আসামিরা হলেন, ভৈরব উপজেলার শ্রীনগর পূর্বপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে তানজিরুল ওরফে তানজিদ (৩৫), একই গ্রামের সোনা মিয়ার ছেলে মো. বাচ্চু মিলিটারি, তানজিদের ভাতিজা নাজমুল (২৪), মৌটুপি গ্রামের ঈদু মিয়ার ছেলে জবুর আলী (৫৫), লক্ষ্মীপুর গ্রামের জাফর (৩৫), শম্ভুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে স্বপন ও গোছামারা গ্রামের মিন্টু মিয়া (৩৫)।

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ায় অপহরণকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত ও বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে ভৈরবের সাতজন নিহত ও তিনজন আহত হন। নিহতরা হলেন- রাজন, সাকিল, সাকিব মিয়া, আকাশ, মো. আলী, মাহবুব ও মামুন। আহত অবস্থায় লিবিয়ায় চিকিৎধীন আছেন সোহাগ আহমেদ, মো. সুজন মিয়া ও মো. জানু মিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম