মোঃ ইকবাল হোসেন:
কোভিড-১৯ শনাক্ত হওয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ এমপি ও উনার পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এস এম বোরহান উদ্দিন এর নির্দেশক্রমে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন (শুভ)-র উদ্যোগে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে গৌড়স্হান কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোঃসাদ্দাম হোসেন (শুভ), নতুন বাজার উন্নয়ন কমিটির সভাপতি আব্বাস উদ্দিন,উক্ত কমিটির অর্থ -সম্পাদক সাইফুল, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও পুটিবিলা ইউনিয়ন ছাত্র লীগের নেতৃবৃন্দ এর মধ্যে সাজ্জাদ,সাকিব,মামুন,মিজান, ও মসজিদের ইমাম,খতীব প্রমুখ
দোয়া মাহফিলে সাদ্দাম হোসেন বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের আশার প্রদীপ মোছলেম উদ্দিন আহমেদ ভাই, আল্লাহ মোছলেম ভাই ও উনার সদস্যদের সুস্থতা দান করুক, আমিন।