ইব্রাহিম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাট জেলার অাদিতমারী উপজেলার সারপুকুর যুব ফোরাম পাঠাগারের উদ্যেগে বাংলাদেশ যুব ছায়া সংসদ নেতা রাইসুল মিল্লাত এর সহযোগিতায়।
১২ জুন বিকালে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে কোভিট ১৯ করোনা ভাইরাস মোকাবেলায় দ্বিতীয় পর্যায়ে ২০ টি পরিবারের মাঝে ১ টি করে উন্নত জাতের ডিম পাড়া মুরগি, ও একটি করে পেঁপে চারা বিতরন করা হয়। প্রকৃত ভুক্তভুগীরা পেয়ে খুবই খুশি হন।
এসময় উপস্থিত ছিলেন ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক এস দিলীপ রায়, সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সভাপতি মো: জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক হাবিবুল্লাহ ফাহিম, তথ্য সম্পাদক,রাহাত চৌধুরী , শিক্ষা সম্পাদক অাবুজাহেদ মিয়া সহ সারপুকুর যুব ফোরাম পাঠাগারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি মোঃ জামাল হোসেন বলেন যে, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছি। এরকম কাজ যেন আমারা সবসময় করতে পারি।