নইন আবু নাঈম ঃ
ঘরের সিলিং ফ্যানে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আল- আমিন খলিফা (৪০) নামের এক দিনমজুর মারা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল হাওলাদার ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের আঃ হাকিম খলিফার ছেলে আল -আমিন দুপুর ১২টার দিকে লাইন বন্ধ না করে নিজের ঘরের ফ্যানে সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন। এসময় বাড়ির লোকজন তাকে দ্রæত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাদিয়া নওশিন বলেন, আল-আমিনকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে।