শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : করোনা উপসর্গ নিয়ে মেয়ের পর মা এর মৃত্যুতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাড়ী মজলিশ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার রাতে তিনি বাড়ী চিনিষ গ্রামে তার নিজ বাড়িতে মারা যান।
এলাকাবাসী জানান, উপজেলার বাড়ী চিনিষ গ্রামে মৃত হেকমত ব্যাপারীর বড় মেয়ে নারগিস আক্তার গত ১৬ মে করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর পর তার নমুনা পরিক্ষা করে করোনা সনাক্ত হয়। নারগিছের মৃত্যুর পর তার মা আবেদুন নেছার করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করা হয়। সেখানে তার রির্পোট নেগেটিভ আসে। এরপর গত কয়েকদিন যাবত তার করোনার উপসর্গ দেখা দিলে গত ২দিন আগে ফের তার করোনার নমুনা পরিক্ষার জন্য হাসপাতালে দিয়ে আসেন। আসার আগেই সোমবার রাতে মারা যান। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে দাফন করা হয়।