চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির শাহজাহান চৌধুরীর ফেসবুক ওয়াল থেকে-
এই দলটিকে নিঃশেষ করে দেয়ার জন্যে কতকিছুই তো করলো।বরং দলটি আরো শক্তিশালী হয়েছে। এই দলের প্রধান সারির নেতৃবৃন্দকে মিথ্যা অপবাদে, মিথ্যা অভিযোগে ফাঁসির কাষ্ঠে ঝুঁলিয়েছে অথচ তারা ফাঁসির মঞ্চেও ছিলেন অটল, অবিচল, নির্ভীক।
সবচেয়ে অবাক করার মতো বিষয় সাবেক আমীরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহঃ তাঁর সন্তানকে জিঙ্গেসা করলেন “বাবা! ফাঁসির মঞ্চে কি লুঙ্গি পড়ে যাবো? নাকি পায়জামা পড়ে যাবো? সন্তান উত্তর দিলেন পায়জামা পড়ে যাবেন।” এ আলাপন যেন বেড়াতে যাওয়ার আলাপন। মহান রবের সান্নিধ্য লাভ যাদের জীবনের পরম লক্ষ্য তাদের কাছে ফাঁসি,জেল সব তুচ্ছ।
শহীদ নেতৃবৃন্দের সন্তানগণ,পরিবার জীবিত মানুষকে বিদায় দিয়ে দাফন করার জন্যে পথ পাড়ি দিয়েছিলেন। এ যে কত কষ্টকর! কতটা হ্রদয় বিদারক কে বুঝবে!!
এই মহান আন্দোলনে যারা সম্পৃক্ত তারা দুনিয়ার সমস্ত নিয়ম নীতিকে উপেক্ষা করে খোদায়ী নিয়মকে প্রতিষ্ঠার বাসনায় উদ্বেলিত থাকবেন।হে মহান আরশের মালিক! এই সবুজ ভুখন্ডকে তুমি ইসলামের জন্যে কবুল করো।