জামাল উদ্দিন স্বপন:
দেশের অন্যতম প্রাচীন রেলওয়ে ষ্টেশন কুমিল্লা। ৩ শতাব্দির ছোঁয়া লাগা এই ষ্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাচল করে ঢাকা,চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গন্তব্যে। এই ষ্টেশনের মূল প্রবেশ পথ দিয়ে প্লাটফরমে ঢুকলে দেয়ালে দুটি ঘড়ির অস্তিত্ব চোঁখে পড়ে। হয়তো রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে এই ঘড়ি দুটি রেখেছেন। কিন্তু সেগুলো আদৌ মানুষের কোন উপকারে আসে কিনা সেদিকে তাদের নজর নেই। উল্লেখ্য ঘড়ি দুটি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। ছবি দুটি আজ দুপুরে তুলেছেন অনুজ এক ছোট ভাই।