নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় সোমবার বেলা ১২টার দিকে আচমকা বজ্রপাতে রায়েন্দা ইউনিয়নের ৪নং খাদা ওয়ার্ডের পশ্চিম খাদা গ্রামের ৪ রাস্তা এলাকার মো: হারুন ফরাজির দুটি গর্ভবতী গাভী গরু বজ্রপাতে মারা যায়৷
ক্ষতিগ্রস্থ কৃষক হারুন ফরাজি জানান, গোয়াল থেকে গরু দুটি ছাড়ার পর হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলে রাস্তায় গাছের নিচে গরু দুটি আশ্রয় নেয়। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গরু দুটি যায়। গরু দুটির মূল্য প্রায় এক লক্ষ টাকা।
এ ঘটনায় হত দরিদ্র কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।