নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার ঃ রংপুর জেলার গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান জননেতা জনাব মোঃ মোকাররম হোসেন সুজনের জন্য দোওয়া কামনা করেছেন গংগাচড়া উপজেলা বি,এন,পি’র সভাপতি লক্ষীটারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ওয়াহেদুজ্জামান মাবু।
উপজেলা বি,এন,পি’র সকল নেতৃবৃন্দ সুজনের সু্স্হতা কামনা করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মোঃ মুন্তাশির মামুন।
গংগাচড়া উপজেলা শাখার ছাত্রদল সহ সকল সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনাব মোঃ মোকাররম হোসেন সুজনের জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন রংপুর জেলা বি,এন,পি,সহ সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, রংপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, তারেক রহমানের বিশ্বস্ত সহকর্মী, সবার প্রিয়মুখ, তারুন্যের আইডল, আপামর জনতার আস্থার প্রতীক, ১৪বছরের সাবেক সফল ইউপি(৮নং আলমবিদিতর)চেয়ারম্যান জননেতা জনাব মোঃ মোকাররম হোসেন সুজন ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে আপনাদের দোয়ায় এখন অনেকটাই সুস্থ।
তার ডান হাতের দ্রুত অপারেশন করাতে হবে।
উন্নত চিকিৎসার জন্য তাকে আগামী দু’এক দিনের মধ্যেই রংপুর থেকে ঢাকায় নেওয়া হবে বলে শ্যামল বাংলাকে জানিয়েছেন,স্নেহের ছোট্ট ভাই মোঃ আল মাহমুদ।
জনাব, মোকাররম হোসেন সুজন, দেশবাসী সকলের কাছে দোওয়া চেয়েছেন।
মোকাররম হোসেন সুজনের স্ত্রী মিসেস সুজন বলেন, তারেক রহমানের নির্দেশে ত্রান কার্যক্রম পরিচালনা শেষে বাড়ি ফেরার পথে তিনি গত ২৯মে রোজ শুক্রবার আলমবিদিতর ইউনিয়নের ল্যাংড়ার বাজার (মনিরাম) নামক স্থানে আনুমানিক সময় বিকেল ৪ঃ২০মিনিটে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর অাহত হয়েছেন।
তিনি এখন রংপুরে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সাংবাদিক মোঃ নুর আলম সিদ্দিকী (মানু সিদ্দিকী) সকলের কাছে দোওয়া চেয়েছেন তার শ্রদ্ধেয় বড় ভাই জননেতা জনাব মোকাররম হোসেন সুজনের জন্য, সবাই তার জন্য দোয়া করবেন যেনো মহান আল্লাহতায়ালা উনাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিড়িয়ে দেন।