মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হাসানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভাইসচেয়ারম্যান জননেতা জনাব মোঃ শাহজাহান। তিনি আহসান উল্যাহ হাসানের আকস্মিক মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েন। দলীয় দায়িত্ব পালনে হাসানের সঙ্গে তার দীর্ঘ কর্মকান্ডের কথা স্মরণ করতে গিয়ে তিনি স্মৃতি কাতর হয়ে পড়েন। হাসানের মৃত্যুতে দল একজন ত্যাগী নিবেদিত ও পরিক্ষিত নেতাকে হারালো। মোঃ শাহজাহান হাসানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। মহান আল্লাহ পরকালে হাসানকে উত্তম প্রতিদান দান করুন।