1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউনিসেফের ডাক্তার " সোনালী স্বপ্নের " বর্তমান প্রথম সারির যুদ্ধা ফারজানা নীলা রহমানের জন্মদিন আজ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতার রাস্তা উদ্ধোধনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনী আওয়ামীদের রাজপথে প্রতিহত করতে প্রস্তুত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাতকানিয়া খাগরিয়ার আগুনে পুড়ে যাওয়া চার পরিবার কে আর্থিক সহায়তা দিলেন বিএনপি ঠাকুরগাঁওয়ে চকলেটের লোভে হাজির শিক্ষার্থী, দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কাণ্ড ! রামগড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এসএসসি পরীক্ষার মধ্যে কোচিং বাণিজ্য ; অর্ধ লক্ষ টাকা জরিমানা চৌদ্দগ্রামে দেশীয় ফল রক্ষায় নিজ উদ্যোগে কাঠবিড়ালী নিধন করে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন বৃদ্ধ আব্দুল লতিফ চৌদ্দগ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করেছেন– রংপুর ডিআইজি, চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

ইউনিসেফের ডাক্তার ” সোনালী স্বপ্নের ” বর্তমান প্রথম সারির যুদ্ধা ফারজানা নীলা রহমানের জন্মদিন আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৬১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ইউনিসেফের ডা. ফারজানা নীলা রহমানের আজ জন্মদিন।
এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটু কথোপকথন করে বলতে চাই – বিশ্ব করোনা জয়ের স্বপ্ন -_ সারথি ডাঃ নীলা।[ অভিযাত্রিক]

[ ডাক্তার নীলা-ঃ পাথরকঠিন মাটি ভেদ করে ডানা মেলে মহামারি করোনা বীজ – অঙ্কুর
ভরে ওঠে সবুজ – শ্যামল বৃক্ষ শোভিত পৃথিবীর রুপ। স্বপ্ন রঙিন ডানা মেলে প্রজাপতি উড়ে যায় দিগন্ত ছুঁয়ে – স্পর্শ করে বৃত্তপুস্প পৃথিবী -! রুপ – রস- গন্ধ বৃত্তবোধে -! ভূমিষ্ট শিশুর বিচঞ্চল দু-চোখ সন্ধান করে অস্তিত্ব -! মায়ের দুধে পরিপুষ্ট পূর্ণতা পায় – মা – জননীর হেম -! নাড়ির বন্ধনে চির অটুট থাকে জননী স্বদেশ প্রেম – ডাক্তার ফারজানা নীলার অতুলনীয় পরিপাটি জনসেবার সুমধুর মহান জ্যৈতি। মহান দেশপ্রেমের কথা? দেশ গড়ার এই মহামারি কঠিন মুহূর্তে জীবন সংগ্রাম উৎসর্গ করে দেশপ্রেমিক নীলা -! শুভকামনা।

ইউনিসেফের মেডিকেল অফিসার ফারজানা নীলা রহমানের জন্মদিন আজ। ফারজানা নীলা করোনা ভাইরাস সংকটকালে একজন প্রথম সারির (চিকিৎসক) সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি করোনা ভাইরাস সংক্রমণ রোধে শুরুই প্রথম সারিতে থেকে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সাউথ সিটি কর্পোরেশন জোন-৪ এ মেডিকেল অফিসার হিসেবে কর্ম।রত।

ডাক্তার ফারজানা নীলা সাধারণ জীবন – যাপনকারী দেশপ্রেমিক এই মহামানবতাবাদী, পরিবেশের বন্ধু ও অসাম্প্রদায়িক চেতনার মূর্ত বাহক ও ধারক। দরিদ্র মানুষের প্রতি তাঁর একান্ত বন্ধুসম সমব্যথী। মানুষের প্রতি তাঁর অপরিমেয় আস্থা, নিঃশর্ত ভালোবাসায় তাঁর দরদী অন্তর- মন পরিপ্লুত । প্রকৃতির পরিশীলিত কণ্ঠস্বর, অসাম্প্রদায়িক, প্রগতিশীল চিন্তায় স্নাত মুক্তচিন্তার মানুষ ডাক্তার ফারজানা নীলা।

ফারজানা লীলার জন্মদিনে শ্যামল বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন ফারজানা নীলা রহমানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

জানা যায়, ফারজানার নীলা রহমানের স্বামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান ২৬ নং ওয়ার্ডের মানুষের কাছে জনতার কাউন্সিলর হিসেবে পরিচিত।

তার স্বামীর নাম আলহাজ্ব হাসিবুর রহমান মানিক তিনি নিজেকে সবসময় জনসেবায় নিয়োজিত রাখতে পছন্দ করেন।

ফারজানা নীলা রহমান ও হাসিবুর রহমান মানিক এর দাম্পত্য জীবনে তারা খুব সুখী। তারা দুইজনেই মানুষের সেবা করতে পারলে বেশি আনন্দিত হন।

তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান রয়েছে।

পরিশেষে ডাক্তার ফারজানা নীলার শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটা ছন্দে ছন্দন মিলিয়ে লেখাটি শেষ সমাপনী করতে চাই — ” এ- স্বাধীন বাংলাদেশে – এ- বাংলায়,জন্মেছিল এক স্বপ্নকন্যা – [ ফারজানা ] _ সে বড় স্বপ্নবাজ -! রুপকথার মতো অথচ দিবাবাস্তব – পৃথিবীর মতো।
দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের পরিবার ঝুঁটিবান্ধব কে – সুখী সমৃদ্ধ জীবনের পথচলা সেই পথে পরিচালিত করেন আমিন।

লেখকঃ বিশেষ প্রতিবেদক | সাবেক কাউন্সিলর বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ডিইউজে _| নির্বাহী সম্পাদক দ্য ন্যাশনাল ট্রিবিউন-|

২০ জুন ২০২০- শনিবার – ৬ আষাঢ় ১৪২৭- | ২৭ শাওয়াল ১৪৪১ |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net