1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

ঈদগাঁহতে রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১৪৫ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদরের ঈদগাঁহ মধ্যম মেহেরঘোনায় মাদরাসার পরিচালক কর্তৃক শত বছরের পুরাতন রাস্তা দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সদর উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও স্থানীয় চেয়ারম্যান বরাবার লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (২) ও এমইউপি সদস্য বজলুর রহমান।
এসময় স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, এ রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে শত শত লোকজন। কিন্তু কয়েক বছর পূর্ব থেকে সরকারি বনভূমি দখল করে দারুল ইরফান নামের একটি প্রতিষ্ঠান স্থাপনের পর থেকে এ রাস্তাটি বন্ধের পায়তারা চালাচ্ছে।
বারবার স্থানীয়রা প্রতিবাদ করলেও মাদ্রাসা কর্তৃপক্ষ কর্নপাত করেনি।

সম্প্রতি আরেকটি স্থাপনা নির্মাণের নামে রাস্তাটি বন্ধ করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এসময় স্থানীয়রা বাঁধা দেয় এবং চেয়ারম্যান ও মেম্বারকে বিষয়টি অবহিত করে।
পরে পরিষদের পক্ষ থেকে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্যে বলেন।
রাস্তাটি সচল রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে মাদরাসা পরিচালক মাওলানা নুরুল আবছার বলেন, এখানে পুরাতন রাস্তা আছে কিনা তা জানিনা।
তবে উভয় পাশের জায়গা মালিকের কথার উপর ভিত্তি করে আমরা স্থাপনা নির্মাণ চালাচ্ছি। দৃশ্যমান রাস্তার কথা জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন।

ঈদগাঁহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুব আলম মাবু বলেন, এই রাস্তাটি দীর্ঘদিনের পুরাতন। কোনভাবেই চলার রাস্তা বন্ধ করা যাবে না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্থানীয় মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌস জানান, এই রাস্তা দিয়ে অর্ধশতাধিক বছর আগে থেকে চলাচল করে আসছে স্থানীয়রা। এটা বন্ধ করা বেআইনী।

ঈদগাঁহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম বলেন, কোনমতেই রাস্তা বন্ধ করা যাবে না। আমি ব্যস্ত থাকায় পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমানকে পাঠিয়ে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণ করতে হলে রাস্তা সচল রেখে কাজ করতে হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম