রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
গত ২৪ ঘন্টায় দিনাজপুরে নতুন আরো ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৩০৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫ জন, বীরগঞ্জে ৩ জন, কাহারোলে একজন, পার্বতীপুরে দুইজন, বোচাগঞ্জে একজন মৃত ও চিরিরবন্দর উপজেলায় দুইজন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১২ জনসহ এ পর্যন্ত ৮২ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ শনিবার (৬ জুন) রাত সাড়ে ৯টায় জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় নতুন আরো ২৪ জন করোনায় আক্রান্ত। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা হয়েছে ৩০৫ জন। আক্রান্ত ৩০৫ জনের মধ্যে ২২০ জন পুরুষ, নারী ৭১ জন ও শিশু ১৪ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় ১২ জনসহ এ পর্যন্ত ৮২ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। আর গত ২৪ ঘন্টায় একজনসহ এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ৩ জনের মধ্যে সদর উপজেলায় একজন পুরুষ, চিরিরবন্দর উপজেলায় একজন নারী ও বোচাগঞ্জে একজন পুরুষ রয়েছেন।
তিনি জানান, আক্রান্ত ৩০৫ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৯২ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ৩২ জন, বোচাগঞ্জে ১০ জন (মৃত একজনসহ), পার্বতীপুরে ২৩ জন, ফুলবাড়ীতে ১০ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন, খানসামায় ১১ জন, বিরামপুরে ২৭ জন, ঘোড়াঘাটে ২৬ জন, চিরিরবন্দরে ১৯ জন (মৃত একজনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ১৭ জন।
এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৮৪ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৮ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ জন ও ৩ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ১২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৮২ জন। সুস্থদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৯ জন, ফুলবাড়ীতে একজন, খানসামায় দুইজন, নবাবগঞ্জে ১১ জন, চিরিরবন্দরে একজন, পার্বতীপুরে ৯ জন, কাহারোলে ৭ জন, বোচাগঞ্জে ৫ জন, হাকিমপুরে দুইজন, ঘোড়াঘাটে দুইজন, বিরামপুরে ৩ জন, বিরলে ১০ জন ও বীরগঞ্জ উপজেলায় ১০ জন।
সিভিল সার্জন ডা: আব্দুল কুদ্দুছ আরো জানান, জেলায় সর্বমোট ৩ হাজার ৯৭০টি নমুনা পরীক্ষায় ৩০৫ পজিটিভ এসেছে। গত ২৪ ঘন্টায় ১২২টি নমুনার মধ্যে ২৪ জন পজিটিভ ফলাফল এসেছে। গত ২৪ ঘন্টায় ২১০ জনসহ এ পর্যন্ত ১০ হাজার ১৫২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আর হোম কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন ৭৬৭৮ জন। বর্তমানে ২৪৮৪ জন হোম রয়েছে বলে জানান তিনি।