♦
ওহে যুব সমাজ কি করছো তুমি বসে আজ ঘরে?
তোমার পাশে ধর্ষিতা হয়ে কাঁদছে নারী নীড়ে।
আজ তুমি বসে আছো দেখছো শেষ কি হয়!
তোমার দেখাতে শেষ হয়ে যাচ্ছে সমাজের অবক্ষয়।
সমাজপতিরা করছেনা বিচার ধর্ষকের টাকা খেয়ে,
তোমার আছে শক্তি সাহস কিন্তু তুমি আছো শুধু চেয়ে।
ওহে যুবক তোমাকে বলি থেকোনা চুপ করে,
আজ ধর্ষিতা হলো পাশের ঘরে কাল হবে তোমার নীড়ে।
এমন কিছু আজ করে দেখাও সমাজ দেশের তরে,
সমাজপতি, ধর্ষকেরা যেনো ভয়ে ভয়ে ধুঁকে মরে।
ওহে যুবক তুমি পারবে গড়তে দেশও জাতির ভবিষ্যৎ,
তোমাদের তরে তাকিয়ে রয়েছে আঠারো কুটি বাঙ্গালীর জাত।
মু. এরশাদ উল্লাহ সোহেল
শিক্ষক ও সাংবাদিক।