কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
গত ২০ মে ট্রাস্টি বোর্ডের চট্টগ্রামস্থ কার্যালয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এএসএম আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের এক সভায় এমপি জাফর আলমকে আগামী ২ বছরের জন্য এ মনোনয়ন দেয়া হয়।
বিষয়টি সংসদ সদস্যের একান্ত সহকারী এডভোকেট আমিন চৌধুরী নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ট্রাস্টি বোর্ডের সভা চলাকালে এমপি জাফর আলমকে চেয়ারম্যান মনোনীত করার বিষয়ে তাঁর সম্মতি নেওয়া হয়।
একই সভায় কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মিজান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়।
সভায় সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি’র বিরুদ্ধে গত ৭ বছর ধরে চেয়ারম্যান থাকাবস্থায় ইউনিভার্সিটির কোন উন্নয়ন না করার অভিযোগ আনা হয়।
প্রসঙ্গত, গত প্রায় মাস ধরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্তর্দলীয় কোন্দলে ট্রাস্টি লায়ন মুজিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে পৃথক ২ টি দুর্নীতির মামলা করা হয়েছে।
এ নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের মাঝে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ সিআইপিকে সরিয়ে দিয়ে এমপি জাফর আলমকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হলো।