নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিকসহ বিভিন্ন পত্রিকার সাথে নিয়োজিত এবং দৈনিক দৈনন্দিন পত্রিকার সাবেক সম্পাদক, সাংবাদিক গড়ার হাতিয়ার, শ্রদ্ধেয় মোনায়েম খান আজ ৭ জুন ২০২০ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি আমাদের মাঝে আর নেই। জনগনের সেবায় নিয়োজিত ছিলেন সদা হাস্যজ্জোল এই মানুষটি। সংবাদ সবার কাছে পৌঁছাতে গিয়েই আজ তাঁর এই অবস্থা। তাঁর কিছুদিন আগে করোনা পজেটিভ হওয়ায় আজ ওপারে চলে গেলেন। হে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন।
আর প্লিজ কক্সবাজারের প্রত্যেক মানুষকে বলব আপনারা ঘরে থাকুন। প্রয়োজনে না খেয়ে থাকুন, এক মাস কম খেলে আপনি মরবেন না। করোনার মরা যে কি ভয়ংকর আপনি বুঝবেন না। বার বার বলছি আপনার পরিবার নিয়ে আপনি ঘরে থাকুন। হয়তো একদিন বেঁচে থাকলে বাইরের আলো বাতাস দেখার সুযোগ পাবেন। আজ আমাদের ছেড়ে চলে গেছেন মোনায়েম ভাই। দুনিয়ার কিছুই দেখতে পাবেন না। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে দেখার সুযোগ নেই। ঠিক আপনি এমন চিন্তা মাথায় রাখেন। যদি দুনিয়ার মায়া প্রয়োজন না পড়ে তাহলে চলুন বাইরে। আমাদের কিছুই করার নেই। সরকারের কি দরকার পড়েছে এত কষ্ট করে আমরা যদি না বুঝি। সরকার চেষ্টা করছে আমাদের বাঁচাতে। ওনারা ঘরের দরজা, জানালা বন্ধ করে ঘরে বসে থাকতে পারে। আপনি কিছুই করতে পারবেন না, কারন করোনা আসছে দেশে। সেই মায়া ত্যাগ করে আপনাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
আমাদের নিজেকে নিজে সচেতন হতে হবে তবেই বাচবে জাতি, আমি, আপনি, আমাদের পরিবার।