মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। আজ রাত সাড়ে ৯টায় রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান উল্লাহ।
বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান উল্লাহ। আমরা একজন মেধাবী নেতাকে হারালাম। সত্যি খুব খারাপ লাগছে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।