নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সামাদ খুনের আসামীর মামলার বিষয়ে করোনা পজেটিভ হওয়ার পরও বাইরে ঘোরাঘুরি ছবি ভাইরাল।
বুধবার সকালে আলোচিত সায়মুন হত্যাকান্ডের মূল আসামী মীর হোসেন মীরাকে আটকের পর থানায় আনলে করোনা পজেটিভ হওয়া সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সামাদ মামলার বিষয়ে বাহিরে ঘুরাঘুরিতে অন্যদের মাঝেও করোনা সংক্রমণ হওয়ার সম্ভবনা রয়েছে এমন খবরের ভিত্তিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, একজন আসামির জন্য উনাদের মত দায়িত্বশীল মানুষরা এভাবে বাইরে আসাটা অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ রয়েছে। যতটুকু জানি উনি হোমকোয়ান্টারাইনে রয়েছেন এ অবস্থায় উনি বাইরে আসা কতটুকু সমুচীন আমাদের জানা নেই। উনার সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টিইনে পাঠানো দরকার বলে মনে করি।
এ দিকে খান আলআমিন নামে একজন কমেন্ট করে বলেন, প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি ও দায়িত্ব শীল পুলিশ অফিসার হয়ে অসচেতন ভাবে চলাফেরা কাম্য নয় এই রকম চলতে থাকলে পাবলিক মনে করবে সরকার ঘোষিত ৫ লাখ টাকা প্রণোদনা পেতে পুলিশ করোনা পজেটিভ রিপোর্ট নিচ্ছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ আব্দুর সামাদ জানান, আমি খুনের আসামীর মামলার বিষয়ে বাইরে আসি।