1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা চুরি # আলী আরিফ সরকার রিজু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের টিসিবি কার্ডে দিনমজুর হিসেবে চাকরিজীবীর নাম ! ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার ! মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয় নাগরিক কমিটি চকরিয়ায় মতবিনিময়কালে সুজা উদ্দিন : ঠাকুরগাঁওয়ে ইউএনওর নির্দেশে হাটে অতিরিক্ত টোল আদায় ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের সমাবেশে বক্তব্য বলেন– দেশের কল্যাণ কিভাবে নিয়ে আসা হবে, তার কাজ করে যেতে হবে- মির্জা ফখরুল মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

করোনা চুরি # আলী আরিফ সরকার রিজু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২১৯ বার


চুরি শব্দটা বাংলাদেশে চিরচেনা একটি শব্দ। চুরি শব্দটা কানে আসলে তেমন একটা আগ্রহ না জন্মালেও সামান্য জানতে ইচ্ছে করে কি চুরি। সেটা যদি বাড়ি চুরি, গরু চুরি, দোকান চুরি হয়ে থাকে তাহলে বাকীটা পড়ার আর আগ্রহ থাকে না। সরকারী দলের কারো গম চুরি, চাল চুরি বা অন্য কোন চুরির সংবাদ শুনলে সরকারী দল বিরোধী কিছু লোকের আগ্রহ বাড়ে। তারা শুরু করে দেয় নানা জল্পনা কল্পনা, আর এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এর সাথে কিছু বিশেষন যোগ করে প্রচার প্রচারনায় মেতে উঠে। সে সময় কষ্ট বেড়ে যায় প্রকৃত দল প্রেমিক কিছু আদর্শবান নেতা কর্মী’র। আজ আমি আলোচনা করতে যাচ্ছি নতুন এক চুরির কাহিনী, যে চুরির সাথে সব দলের সব শ্রেনির লোকের সম্পৃক্ততা দেখা গেছে। যার কারনে আমার এই চুরির কাহিনীতে কারো খুশি’র বা দুঃখের কারন হয়ে দাড়াবে না, সামান্য ব্যাথিত হলে জাতী ব্যাথিত হওয়ার সম্ভাবনা বিদ্যমান। আমার আজকের লেখা ” করোনা চুরি “।
বাঙ্গালী চুরিতে দক্ষ এটা যেমন আমাদের নিজেদের জানা তেমনি বিশ্বের অনেক রাষ্ট্রের জানা আমরা দক্ষ চোর। বৈশ্বিক মহামারিতে সারা বিশ্ব যখন মানবিকতায় ভরপুর ঠিক সেই সময়ে আমাদের চাল চুরি, তেল চুরি বিশ্বের দরবারে নিন্দার ঝড় তুলেছে। আমার করোনা চুরির লেখাটি বিশ্ব দরবারে যাওয়ার সুযোগ না থাকলেও যদি কোনভাবে বন্ধুদের মাধ্যমে কোন বাঙ্গালী প্রবাসী’র কানে যায় আর সেই বন্ধু ওই দেশের কারো কানে দেয়ার সুযোগ থাকে তাহলে হতবাক হলেও শেষ পর্যন্ত বুঝে নিবে অথবা বলে উঠবে বাপের বেটা বাঙ্গালী। চলমান জঘন্য চাল চুরি, তেল চুরির বদনাম থাকলেও সরকারের চোর ধরার সফলতা আছে সেটা আমাদের স্বিকার করতে হবে। দেশ স্বাধীনের পর থেকে আমরা চুরিতে অভ্যস্ত হয়ে উঠেছি। অনেক চুরির ঘটনা আমাদের ইতিহাসে দাগ কেটেছে, কিন্তু বর্তমান সরকারের চুরি ধরার সফলতা অনেক সরকারের চেয়ে এমনকি এই সরকারের পুর্বের শাসনামলের চেয়ে অনেক বেশি তা অকপটে স্বিকার করতে হবে বিতর্কের উর্ধ্বে। এবারে করোনা চুরিতে হয় বাঙ্গালী জিতবে নয়তো সরকার জিতবে। করোনা চুরিতে জয়ী হয়ে হয় জাতী মাথা উচু করে দাড়াবে নয়তো জঘন্যতার খেতাব অর্জন করবে। এখন দেশে সবচেয়ে হুমকির সন্মুখিন তা হলো করোনা চুরি। করোনা চুরি সম্পর্কে আমরা সবাই জ্ঞাত তার পরেও আমি কোন ভাষায় বলতে চাইছি তা জানানো দরকার। করোনাকালিন সময়ে আমাদের অনেক ব্যার্থতা থাকলেও কিছু সফলতা আছে যা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। আর চুড়ান্ত সফলতা বিশ্বের যে দরবার থেকে আসুক না কেন বাংলাদেশ এই বৈশ্বিক মহামারিতে সফলতার দিক থেকে শীর্ষে থাকবে ইনশাআল্লাহ্ এতে কোন সন্দেহ নেই। বাস্তবতাকে গ্যাতি হিংসা বা রাজনৈতিক প্রতিহিংসার কারনে স্বিকার করতে পারে না বিষয়টি কষ্টকর। আমি আওয়ামীলীগ করিনা এজন্যে আওয়ামীলীগের ভালটা স্বিকার করা বা বলা যাবে না এটা কোন ধরনের নৈতিকতা। চুরি ছারতে হবে, চুরি বন্ধ করতে হবে এটা যেমন সত্য, তেমনি আমাদের নৈতিকতার যে অবক্ষয় ঘটেছে তা থেকে সরে দাড়াতে হবে নচেৎ দেশ ও জাতী’র মুল লক্ষে পৌছা কোন মতেই সম্ভব নয়। কম বেশি থাকতে পারে, তবে স্বাধীনতার পর কোন সরকারের আমলে চুরি হয়নি বলতে পারবেন না কেউ। পুকুর চুরি হয়েছে ধরতে পারেনি বা ধরা হয়নি। আজকে রাঘব গোয়ালদের ধরছে, আগে রাঘব গোয়ালদের ধারের কাছে দেশের কোন সংস্হাই যেতেই পারতেন না অথচ সব জানতেন। চুরিতে দক্ষতায় বা জঘন্য চুরির ঘটনায় আমরা নিন্দিত, আমরা লজ্জিত, সেটা চুরি উৎঘাটন তথা ধরা পরেছে বলেই হয়েছি। আর যদি সরকার না ধরতো বা তথ্য প্রযুক্তির এই ডিজিটাল বাংলাদেশ গড়ে না উঠতো তাহলে কি সম্ভব হতো। আজকের দু’চার জন চেয়ারম্যান মেম্বারের জন্য সকল চেয়ারম্যান মেম্বারের বিপক্ষে নাক ছিটকানো মন্তব্য বা জঘন্য কিছু লেখা একেবারে অমানবিক। কারন এখনকার চেয়ারম্যান মেম্বার গত ১৫/২০ বছর আগের চেয়ারম্যান মেম্বারের চেয়ে শত শত গুন ভাল। দুস্হ্যমাতার চাল/গম চুরি থেকে রিলিফ,টিআর, কাবিখা চুরি, বিচার ব্যবস্হায় প্রভাবিত হয়ে অবৈধ আয় এমন কোন অপরাধ নেই যার সাথে চেয়ারম্যান মেম্বারদের সম্পৃক্ততা ছিল না। এখনকার চেয়ারম্যান মেম্বারের অধিকাংশ সেসব থেকে একে বারে দুরে এবং কারো ইচ্ছা থাকলেও সুযোগ নেই। প্রকাশ্য ঘুষ লেনদেন উঠে গেছে, পুলিশ শব্দটা শুনলে মানুষ নাক ছিটকাতো, এখন সেই পুলিশ মানবিক যোদ্ধার তালিকায় প্রথম সারিতে তাদের প্রশংসায় অনেকে পঞ্চমুখ ~ তার পরেও আমার পাশের একজন বললেন, এরশাদের সময়টা ছিল ভাল যুগ। জাতীয় পার্টি করে অথবা এরশাদকে ভাল বাসে তাই সেই যুগটাকে ভাল বলেছে শুনে রাখলাম, সে যুগেও আমি অনেক বড় ছিলাম, আমারও জানা আছে। কানের কাছে আর একটি কথা বলে ভেজালটা বারিয়ে দিল ~ বঙ্গ বন্ধু বলেছেন আমি চোরের খনি পেয়েছি। চোরের কথা লিখতে বসে এ কথাটা এরিয়ে যেতে পারছি না। আমরা যে যাই দল করিনা কেন, বঙ্গ বন্ধুকে অস্বিকার করার অর্থ আমি খুজে পাইনা। বাংলাদেশকে মানতে হলে বঙ্গ বন্ধুকে মানতে হবে। আর বঙ্গ বন্ধু যা বলেছেন তাও মানতে হবে। তার সকল স্বপ্ন পুরন হতে চলেছে যা বাকী আছে তা পুরন হবে ইনশাআল্লাহ্। বাংলাদেশটা তার ভালবাসার ফসল, সত্যিকারের ভালবাসার চাওয়া পাওয়া বৃথা যায় না। এখন আশা যাক বঙ্গ বন্ধু’র চোরের খনি’র কথা। যেহেতু বঙ্গ বন্ধু বলেছেন, অনেকে মজা করে বক্তব্যটা আওয়ামীলীগের ঘাড়ে চাপিয়ে দিয়ে মাঝে মাঝে মজা করছেন, বিভিন্ন বিষয়ের সাথে উদাহরন হিসেবে যোগ করে দিচ্ছেন। তিনি চোরের খনির কথা তখন বলেছিলেন সত্য বলেছিলেন, আজও সে কথা সত্য। আমাদের দ্বায়িত্ব পালনে চুরি, চাকুরিতে চুরি, ব্যবসায় চুরি, দ্বানে চুরি, ইবাদতে চুরি এমনকি যার ভয়ে শক্তিধর গোটা বিশ্ব বিনা নোটিশে ঘড়ে ঢুকে গেছে সেই করোনায়ও চুরি। বঙ্গ বন্ধু’র সেই সত্য বাণীটি একটি দলের উপড় চেপে দেয়াটা ঠিক নয় বলে আমি মনে করি। কারন বঙ্গ বন্ধু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যে ভাষনে চোরের খনি পাওয়ার কথা বলেছিলেন, সে সময় বিএনপি বা জাতীয় পার্টি’র জন্ম হয়নি। তার বক্তব্যের চোর গুলো সব দলেই আছেন কম বেশি হতে পারে। যার যখন সুযোগ পরে সে তখন বেশি চুরি করে। অর্থাৎ নিজেদের সাধু সাজিয়ে কাউকে চোর বলার সুযোগ কারো নেই আর যাদের বলার সুযোগ সাহস আছে তাদের কথা শোনার সময় আমাদের নেই।
বলতে বলতে বেশি হয়ে গেল, এখন বীর বাঙ্গালী’র করোনা চুরির কথা বলে শেষ করবো যা আজকের শিরোনাম। মার্চে বাংলাদেশে প্রথম করোনা সনাক্ত হওয়ার পর আমাদের আতংকের সীমা ছারিয়ে যায় কি করে করোনা থেকে রক্ষা পাওয়া যায়। করোনার সকল প্রচারনা বা নির্দেশনায় আতংকিত না হয়ে করোনা মোকাবেলার কথা বলা হয়েছে শত শত বার। আতংকিত হলে করোনা মোকাবেলায় হেরে যাবো। বাঙ্গালী আতংক থেকে সরে দাড়াতে দাড়াতে এখন স্বাস্হ্য অধিদপ্তর ও বিশ্বস্বাস্হ্য সংস্হা বেশি সতর্ক হওয়ার নির্দেশ দিলেও তোয়াক্কা না করে বরংচ করোনা চুরি করছে। ইতিপুর্বে করোনা চুরির বিষয়টি এমন ভাবে শুনেছি যে, করোনা উপসর্গ জানা থাকা স্বত্তেও চুরি করে অস্বিকার করে অন্য রোগের কথা বলে চিকিৎসা নিতে গিয়ে ধরা পরেছে। অনেকে চুরি করে ভুল চিকিৎসায় পরপারে চলে গেছে। তার পর চুরির নতুল কৌশল অবলম্বন করলো তা হলো ভুয়া নেগেটিভ পজেটিভ সার্টিফিকেট নেয়া। সরকারী সাহায্য গ্রহন, ছুটি মন্জুর, বা চাকুরীতে যোগদানের ক্ষেত্রে এই ভুয়া সার্টিফিকেট বা করোনা চুরি কাজে লেগেছে। করোনায় গুরুত্বর অসুস্হ্যতা বা মৃত্যুর হার কম হওয়ায় করোনা চুরি বৃদ্ধি পেয়েছে। করোনার রুপ বদলানোর কারনে অন্য কেউ বুঝতে না পারা হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকা, টেষ্ট ব্যবস্হার অপ্রতুলতা ও টেষ্টের ফলাফল পেতে বিলম্ভ ঘটার কারনে নিশ্চিত করোনা উপসর্গ থাকা স্বত্তেও চুরি করে রাখছে অনেকে, টেষ্ট করছে না তার প্রয়োজন মতো সবখানে ঘুরে বেরাচ্ছে। অসচেতন মহলের এই করোনা চুরি এখন সবচেয়ে হুমকির সন্মুখিন। তাদের দ্বারা নিয়মানুযায়ী যে ক্ষতি সাধিত হচ্ছে, আল্লাহ্ মাফ না করলে এটা এক সময় ভয়াবহ অবস্হা ধারন করবে। আল্লাহ্ মাফ করে দিলে বা হেফাজত করলে বাঙ্গালী’র এই করোনা চুরি বিশ্ব রেকর্ড গড়বে এবং করোনাকে জয় করে পুর্বের সকল চুরির ইতিহাস মুছে ফেলবে।

লেখক,সাংবাদিক ও সংগঠক

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম