1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা প্রাদুর্ভাবে কর্মহীন গৃহবন্দি মানুষের পাশে দাড়িয়েছে সরকার,লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান

করোনা প্রাদুর্ভাবে কর্মহীন গৃহবন্দি মানুষের পাশে দাড়িয়েছে সরকার,লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২০৬ বার

আবদুল আলী গুইমারা, খাগড়াছড়িঃ মহামরী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাধারন মানুষ অনেক কষ্টে আছে উল্লেখ করে মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি বলেছেন, শুরু থেকেই কর্মহীন গৃহবন্দি মানুষের পাশে দাড়িয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১০ টার দিকে করোনা প্রাদুর্ভাবে গৃহবন্ধী শ্রমজীবি, দু:স্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের বরাদ্দ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে দ্বদশ ধাপে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কালে লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি এসব কথা বলেন।

মাটিরাঙার মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে বলেই এখানে সংক্রমন কম উল্লেখ করে লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি বলেন, সাধারন মানুষের সচেতনতার কারনেই দেশের অন্যান্য এলাকা থেকে আমরা নিরাপদ আছি। এসময় তিনি সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান। বৈশ্বিক মহামারী করোনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাটিরাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা কর্মহীন মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়ার জন্য তাকেও ধন্যবাদ জানান তিনি।

এসময় মাটিরাঙা জোনের উপপ-অধিনায়ক এ এস এম মঞ্জুরুল কবীর পিএসসি, মাটিরাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কোকোনাথ ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য দিপার মোহন ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য চন্দ্র কিরণ ত্রিপুরা ও মলেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও স্থানীয় হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

সবসময়ই মানুষের পাশে থাকার ঘোষনা দিয়ে
মাটিরাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা বলেন, মাটিরাঙায় হু হু করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ থেকে আমাদেরকে বাঁচতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পরে মাটিরাঙা ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করেন মাটিরাঙা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম