শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
কাঁসখালী খাল থেকে অবৈধ বালু উত্তোলনের একটি পাম্প মেশিন ও ব্যবহৃত সরঞ্জামসহ দুইটি বালু মহল ধ্বংস করেছে রাউজান উপজেলা প্রশাসন। ১০ জুন বুধবার বিকালে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাপলংঙ্গা ও ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিঙ্গলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। জানা যায়, কাঁসখালী খানের বালী কোম্পানির ঘাটা ও দক্ষিণ হিংগলা অংশের নতুন ব্রিজ এলাকায় অবৈধ বালু উত্তোলনের মহল সৃষ্টি করেছে স্থানীয় কিছু দুর্বৃত্ত। তাঁরা দীর্ঘ দিন পাওয়ার পাম্প মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। স্থানীয় লোকজন জানান, কাঁসখালী খালের আশেপাশের লোকজন এই যান্ত্রিক মেশিনের শব্দে রাতে ঘুমাতে পারেনা।এলাকার অসুস্থ রোগীরা চরম সমস্যায় ছিল।এলাকাবাসীর নানা অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে।