লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট :
লালমনিরহাটের কালীগন্জ উপজেলার তুষভান্ডার উত্তরঘনেশ্বর গ্রামের ১ জন পুরুষ নতুন করে করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে লালমনিরহাট সদর হাতপাতাল কতৃপক্ষঃ অপরদিকে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী এলাকার সম্পা (২৩) সুস্হ্য হয়ে বৃহস্পতিবার বাড়ী ফিরেছে।জেলায় মোট করোনা রোগী ৪৮ জন এর মধ্যে ২৪ জন চিকিৎসাধীন রয়েছে বলে বৃহস্পতিবার রাত ১০ টা
২৩ মিনিটে সদর হাসপাতালের সহকারী প্রধান পরিসংখ্যান অফিসার মোঃ আব্দুল মান্নান এতথ্য জানান।