1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিয়ানীতে দু’ভাইকে বাদ দিয়ে ‘ওয়ারিশ সনদ’ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন আমরা গড়েয়াবাসী’র সভাপতি ইসরাইল আজাদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর নকলায় যুবলীগ নেতা নূর হোসেন গ্রেফতার হারুনুর রশিদ শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি—বার্ষিক সম্মেলন সালাউদ্দিন চৌধুরী সাথে গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্রদের সদ্য অনুমোদিত কমিটি সৌজন্য সাক্ষাৎ অশ্বদিয়া স্পোর্টিং ক্লাবের শর্ট পিচ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙ্গাবালী সুদমুক্ত ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কাশিয়ানীতে দু’ভাইকে বাদ দিয়ে ‘ওয়ারিশ সনদ’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৮২৭ বার

সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে চার ভাইয়ের মধ্যে দু’ভাইকে বাদ দিয়ে ওয়ারিশন সনদ দিয়েছে ইউনিয়ন পরিষদ কতর্ৃপক্ষ। উপজেলার রাতইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুদ মোল্যা অর্থের বিনিময় তথ্য গোপন করে মিথ্যা প্রত্যয়ন দিয়ে চেয়ারম্যান কর্তৃক ‘ওয়ারিশ সনদপত্র’ প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী প্রভাষ বিশ্বাস।
অভিযোগে জানাযায়, রাতইল ইউনিয়নের ভাদুলিয়া গ্রামের খগেন্দ্রনাথ বিশ্বাস চার ছেলে জিতেন চন্দ্র বিশ্বাস, শান্তিরঞ্জন বিশ্বাস, বিবেকচন্দ্র বিশ্বাস ও বিদ্যুত চন্দ্র বিশ্বাকে রেখে মৃত্যুবরণ করেন। এদের মধ্যে জিতেন চন্দ্র বিশ্বাস ও বিবেক চন্দ্র বিশ্বাসের নাম বাদ দিয়ে মিথ্যা প্রত্যয়ন দিয়ে চেয়ারম্যান কর্তৃক একটি ওয়ারিশ সনদপত্র প্রদান করেছেন ইউপি সদস্য মাসুদ মোল্যা। এ মিথ্যা সনদপত্র দিয়ে ভূক্তভোগী পরিবারের জমি জালিয়াতি করার অভিযোগ উঠেছে অন্য এক পরিবারের বিরুদ্ধে।
অভিযোগকারী প্রভাষ বিশ্বাস বলেন, ‘আমার ঠাকুরদা (দাদা) খগেন্দ্রনাথ বিশ্বাস চার সন্তান রেখে মারা যান। কিন্তু মেম্বার মাসুদ মোল্যা আমার বংশীয় কাকা সমীর বিশ্বাসের কাছ থেকে আর্থিক সুবিধা পেয়ে আমার বাবা জিতেন চন্দ্র বিশ্বাস ও কাকা বিবেক চন্দ্র বিশ্বাসের নাম বাদ দিয়ে একটি ভূয়া ওয়ারিশ সনদপত্র দিয়েছেন। এই ওয়ারিশ সনদপত্র ব্যবহার করে সমীর বিশ্বাস ও তার ভাইয়েরা আমার ঠাকুরদার রেখে যাওয়া সম্পত্তি জালিয়াতির মাধ্যমে মিউটেশন করে আত্মসাৎ করেছে। আমরা প্রকৃত উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। এ সম্পত্তি হারিয়ে আমরা এখন নিঃস্ব।
এ ব্যাপারে ইউপি সদস্য মাসুদ মোল্যার সাথে মুঠোফোনে কথা হলে তিনি প্রত্যয়নের কথা স্বীকার করে বলেন, ‘আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি। না বুঝে সই করে ফেলেছি।’
রাতইল ইউপি চেয়ারম্যান বি, এম হারুন অর রশিদ (পিনু) অভিযোগের সকল দায় ইউপি সদস্যের ওপর চাপিয়ে দিয়ে বলেন, ‘মেম্বার যাচাই-বাচাই করে স্বাক্ষর করার পর আমি স্বাক্ষর করি। তবে কোন মেম্বার এ ধরণের অনিয়ম করলে তা প্রমাণিত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়ে ওই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম