অলিউল্লাহ নোমান |
গতকাল বলেছিলাম কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে অপারগতার কথা। তাঁকে কেন্দ্র করেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী-বামদের আন্দোলনে অচল গোট দেশ। ২০০৬ সালের অক্টোবর মাসে ছিল রমজান। এ রমজানেও আওয়ামী লীগ দিনের পর দিন হরতাল অবরোধ দেয়। কারন আওয়ামী-বামদের টার্গেট ছিল অস্থিরতার মাধ্যমে জোট সরকারকে বিদায় দেয়া। এটা ছিল চার দলীয় জোটের ক্ষমতার শেষ মাস। বিদায় বেলায় একটি বিপ্লবের আবহ তৈরি করাই ছিল আওয়ামী বামদের টার্গেট। আওয়ামী মিডিয়া গুলো তখন বিশাল প্রচারনায়। পল্টন মুক্তাঙ্গনের সমাবেশকে এমণ আবহ দিয়ে বর্ণনা করা হত, যেন গণবিপ্লব শুরু হয়ে গেছে! ঘন্টায় ঘন্টায় লাইভ প্রচার হত পল্টন-মুক্তাঙ্গন থেকে। এমনটি চার দলীয় জোট সরকারের আমলে জন্ম নেয়া মিডিয়া গুলো এই প্রচারণায় গাঁ ভাষায় তখন।
রোজার ঈদের মানুষ বাড়ি বাড়ি যাবে। তাতেও রেহাই ছিল না। ঈদের ছুটির পর প্রথম অফিস খোলার দিন হচ্ছে ২৮ অক্টোবর। সেদিনই চার দলীয় জোট সরকারেরও মেয়াদ শেষ দিবস। ঈদের ছুটি শেষে খোলার প্রথম দিনে চার দলীয় জোট সরকারের মন্ত্রিরা শেষ দিনের অপিল করবেন। অনেকেই সেদিন অফিসে আসেননি। ঈদের ছুটির শুরু হওয়ার আগেই অনেকে বিদায় নিয়ে গেছেন। যদিও ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চার দলীয় জোট সরকারের মেয়াদ। রাত ১২টার পর দায়িত্ব নেয়ার কথা তত্ত্বাবধায়ক সরকারের। অর্থাৎ পরের দিন তত্ত্বাবধায়ক সরকার শপথ নেয়ার কথা। সবই মোটামুটি প্রস্তুত। প্রস্তুত ছিল বঙ্গভবন। কে এম হাসানও সব প্রস্তুতি নিয়ে রেখেছেন আগে থেকেই। তত্ত্বাবায়ক সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেবেন। জাতিকে একটি নির্বাচন উপহার দেবেন। এজন্য তিনি হুম ওয়ার্ক করেও রেখেছিলেন বলে পরবর্তীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। কিন্তু সেটা আর ভাগ্যে জুটেনি। ২৮ অক্টোবর আওয়ামী-বামদের ধ্বংসাত্মক তান্ডব ও দেশজুড়ে নৈরাজ্য যেন কেড়ে নেয় কে এম হাসানের মুখের গ্রাস।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ঈদের আগে যুবলীগের এক সমাবেশ হয়। এ সমাবেশে প্রধান অথিতি শেখ হাসিনা। তিনি ঘোষণা করলেন, পরবর্তী কর্মসূচি। এ কর্মসূচি ছিল একদফা। সেটা হচ্ছে ২৮ অক্টোবর সবাইকে নৌকার লগি-বৈঠা নিয়ে রাজপথে আসতে হবে। সরকার নিয়ম অনুযায়ী বিদায় নেবে। অনেক মন্ত্রিরা অফিস থেকে ইতোমধ্যে ঈদের আগেই বিদায় নিয়ে গেছেন। তাইলে লগি-বৈঠা নিয়ে আসার আহ্বান কেন? এখানে তো আন্দোলন করে বিদায়ের কোন ফর্মূলার প্রয়োজন নেই। মেয়াদ শেষে এমনিতেই চলে যাচ্ছে সরকার। কিন্তু কেন শেখ হাসিনা এমন নৈরাজ্য সৃষ্টি করতে চাইলেন? এসব বিষয় নিয় গবেষণা হতে পারে!
শেখ হাসিনার আহ্বান অনুযায়ী আওয়ামী-বামরাও প্রস্তুুতি নেয়। লগি-বৈঠার প্রস্তুতির পাশাপাশি প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর সাথেও শেখ হাসিনার সমঝোতা হয়। এর প্রমান দেখা গেছে অ২৮ অক্টোবর দিনের বেলায়।
চার দলীয় জোট সরকার তখনো ক্ষমতায় বলা চলে। কিন্তু সরকারের কোন আদেশ সেদিন মানেনি পুলিশ-প্রশাসন। বলতে পারেন বুঝলেন কেমনে? এ প্রশ্নের উত্তর পাওয়া যায় সেদিন ঢাকার পল্টন ময়দানসহ সারা দেশের নৈরাজ্য দেখলে। ঢাকার পল্টন এলকা ঘিরে শত শত পুলিশের অবস্থান। জামায়াতে ইসলামী পল্টনে বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নেয়। যতটুকু জানা যায় বিএনপিও নয়াপল্টনে রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নেয়ার কথা। কিন্তু ওখানে তেমন কোন জনসমাগম হয়নি। বিএনপি’র সবাই মোটামুটি ঈদের আমেজে ঘরে। ৫ বছর যা কামিয়েছেন তা দিয়ে ঈদের আনন্দ উৎসবে সবাই। তবে দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত জামায়াতে ইসলামীর লোকসমাগম। অপরদিকে মুক্তাঙ্গণ থেকে গুলিস্তান পর্যন্ত লগি-বৈঠা নিয়ে আওয়ামী বামদের উপস্থিতি। এর মাঝে রাস্তার দুই পাশে দাড়িয়ে শত শত পুলিশ। সেদিন ১৭৫৭ সালের পলাশি যুদ্ধের মত পুলিশ নীরব দর্শক। পলাশির যুদ্ধে যেমন সিরাজুদ্দৌলার সৈন্যবাহিনীর হাজারো সদস্য প্রস্তুত ছিল। সেনা বাহিনীর নেতৃত্ব বিকিয়ে গেছিল ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর কাছে। তাই হাজারো সেনাবাহিনীর সদস্য নীরব দাড়িয়ে ছিল হুকুমের অপেক্ষায়। প্রধান সেনাপতি শত্রুদের কাছে বিক্রি হয়ে গেছে। এতেই পরাজিত হয় সিরাজুদ্দৌলা। বাংলা হারায় স্বাধীনতা। তেমনি ঘটনা ঘটেছিল ২৮ অক্টোবর ২০০৬ সালে। সারা দেশে পুলিশ নীরব। আওয়ামী লগি-বৈঠার তান্ডবে দেশব্যাপি বিশৃঙ্খলা নৈরাজ্য। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যেন নীরব দর্শক!
জামায়াতে ইসলামীর জনসমাবেশের নিরাপত্তা জন্য দলীয় কর্মীরা পল্টন মোড়ে কড়া পাহারায়। জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে তোফখানা রোড হয়ে একটি বিরাট লগি-বৈঠার মিছিল আসে। অপর দিকে গুলিস্তান থেকে মুক্তাঙ্গণ হয়ে লগি-বৈঠার আরেকটি মিছিল আসতে থাকে পল্টন মোড়ের দিকে। উভয় মিছিলের টার্গেট জামায়াতে ইসলামীর অবস্থান ঘিরে। পুলিশ কোন মিছিলেই বাধা দিতে দেখা যায়নি। এমন দৃশ্য নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছিল সেদিন। ছুটি শেষ করে অফিসে যেতে হবে। ভাবছিলাম জাতীয় প্রেসক্লাব হয়ে যাই। তাই পল্টন মোড় পর্যন্ত যাওয়ার আগেই দেখি লগি-বৈঠার মিছিল আসতেছে। দাড়িয়ে গেলাম পল্টন মোড়ে। দেখি কি ঘটে। চোখে দেখলাম পুলিশ দাড়িয়ে আছে। কোন বাধাহীন অবস্থায় হিংস্ত্রতা নিয়ে আগাচ্ছে মিছিল গুলো।গুলিস্তান হয়ে আসা এবং তোফখানা রোডে আসা, উভয় মিছিলের মোহনা পল্টন মোড়। দুই দিক থেকে আসা মিছিল একযোগে পল্টনে জামায়াতে ইসলামীর সামবেশে হামলার চেষ্টা চালায়। অথচ তখন পল্টন মোড়ে শত শত পুলিশের নীরব উপস্থিতি। তাদের সামনেই ৫জনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর লাশের উপর নৃত্য করা হয়। পুলিশ, সাংবাদিকের ক্যামেরা ও ভিডিও ক্যামেরার সামনে হয়েছে এ হত্যাকান্ডের ঘটনা। এ হামলার হুকুমদাতাও স্পষ্ট। প্রকাশ্য জনসভায় হুকুম দিয়েছেন। প্রকাশ্যেই হামলা হয়েছে। খুন হয়েছে ক্যামেরার সামনে। ভাবছিলাম পরের দিন হয়ত: এ হত্যাকান্ড ও দেশজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে চার দলীয় জোট বড় সমাবেশ করবে। কিন্তু এমন কোন লক্ষণ আর দেখা যায়নি। তখন রাজনীতি নয়, শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত সবাই।
এখানে একটি বড় প্রশ্ন হচ্ছে, ক্ষমতা থেকে বিদায় নিতে আরো কয়েক ঘন্টা বাকী। এর মাঝেই কেন আইন শৃঙ্খলা বাহিনী নির্দেশ মানে নি? নির্দেশ মানলে তো অন্তত জনসমক্ষে এভাবে খুন গুলো হত না। এত গুলো খুনের পরও পুলিশ কেন একটি টিয়ারশ্যালও নিক্ষেপ করতে দেখা যায়নি? এমনিতে সামান্য কিছুতেই পুলিশকে ভিন্নরুপে দেখা যেত। টিয়ারশ্যাল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেস্টা পুলিশের নিত্য নৈমিত্তিক ঘটনা। সেদিন কেন এমন কোন পদক্ষেপ নেয়নি? পুলিশের সামনেই কেন আইয়ামে জাহেলিয়াতি কায়দায় এত গুলো খুনের ঘটনা ঘটতে দেয়া হল!
প্রসঙ্গক্রমে একটি বিষয় উল্লেখ করতে চাই। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে কারাগারে ছিলাম। কারাগারে অনেকের সাথেই পরিচয় হয়েছে। একদিন এক ভদ্রলোক একজনে পরিচয় করিয়ে দেয়। বলেন, ওনি এক সময় সুদা সদনের (শেখ হাসিনার স্বামীর বাড়ি) সিকিউরিটির দায়িত্বে ছিলেন। যুবলীগের ক্যাডার। কিন্তু এখন কারাগারে। যুবলীগ নেতা এখন কারাগারে কেন! তাঁর দল তো ক্ষমতায়! এমন প্রশ্নকরতেই বললেন, তার বিরুদ্ধে অনেক খুনের মামলা। তিনি বড় ক্যাডার ছিলেন। ঢাকা মোহাম্মদপুরে বাড়ি। তাঁর সাথে পরিচয়ের সূত্র ধরে অনেক কথা হয়। একদিন ২৮ অক্টোবরের কথাও বললেন তিনি। কিভাবে ২৮ অক্টোবর পরিকল্পিত ঘটনা ঘটানো হয় সেটা শুনলাম তাঁর মুখে। ওই ক্যাডার জানালেন, তখনো তিনি ছিলেন সূদা সদনের সিকিউরিটির একজন সদস্য। জানালেন, আগেই আইন শৃঙ্খলাবাহিনীর সাথে বিষয়টি দফারফা হয়ে গিয়েছিল। পল্টনে হামলার জন্য অস্ত্র এসেছিলে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে করেই। প্রেসক্লাবের পর একটি গাড়ি থেকে অস্ত্র গুলো সরবরাহ করা হয় হাতে হাতে। আমার প্রশ্ন হচ্ছে, ৫ বছর ধরে ক্ষমতায়। এমন কি ঘটেছিল বিদায়ের দিনই আইন শৃঙ্খলা বাহিনী আর কথা শুনবে না? তাদের উপর রাষ্ট্রীয় অর্পিত দায়িত্বটুকু পালন থেকেও বিরত থাকবে! এই বিরত থাকার মূল উদ্দেশ্য তো হচ্ছে বিদায়ী সরকারি দলকে ম্যাসেজ দিয়ে দেয়া। এর মাধ্যমে বলে দেয়া আমরা তোমাদের সাথে নাই। একই সাথে বেকায়দায় ফেলা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সরকারের এমন কি ঘটেছিল! নিশ্চয়ই কোথায়ও না কোথায়ও গাফিলতি, অবহেলা কিংবা অপমানকর কিছু ঘটেছিল! না হলে তো এমনটা হওয়ার কথা নয়। এই কারন গুলো কি খতিয়ে দেখা হয়েছে আদৌ! নাকি শুধু ষড়যন্ত্র তত্ত্বের মধ্যেই ঘুরপাক খাচ্ছে সব? ষড়যন্ত্র তো অবশ্যই ছিল। তবে এমন ষড়যন্ত্র ক্ষমতায় থাকতে প্রতিহত করা গেল না কেন! এমন একটি ঘটনা ঘটবে সেটাই বা আঁচ করা গেল না কেন? নিশ্চয়ই কোথায়ও বড় গ্যাপ ছিল। নতুবা ষড়যন্ত্র গুলো সম্পর্কে যারা ওয়াকেফহাল ছিলেন তারা জায়গামত খবর পৌছানোর সুযোগই ছিল না! দেয়াল দিয়ে ঘেরাও ছিল সবই।
যতটুকু জানা যায়, সরকার থেকে সেদিন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে। কিন্তু কেন আইন শৃঙ্খলা বাহিনী সে নির্দেশ মানেন নি। এসব নিয়ে বিস্তর গবেষণার দাবী রাখে। এটা না করে বরং আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হয়ে আসলে আশায় বুক বাধেন অনেকে। সরকারের শেষ সময়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন কথা শুনেন না। এমনটাই বদ্ধমূল ধারনা হয়ে গেছে এখণ! তাই ২০১৩ সাল এবং ২০১৮ সালের ডিসেম্বরে এমন কথা অনেক বড় নেতার মুখেও শোনা গেছে। সরকারের মেয়াদ শেষে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী আর কথা শুনবে না। তারা তখন মনে করেন, তাদের কথা শেষ সময়ে কথা। তাদের শেষ সময়ে আইন শৃঙ্খলা বাহিনী শুনেনি। সুতরাং আওয়ামী লীগের কথাও শেষ সময়ে শুনবে না! এতে নির্বাচন নিরপেক্ষ হওয়া ছাড়া তখন উপায় থাকবে না। অথচ, দেখা যায় সব আশায় বারবার গুড়েবালি!
১৯৯৬ সালেও একই ঘটনা ঘটেছিল। তখনো বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলন। দাবী তখন তত্ত¦াবধায়ক সরকার। শেখ হাসিনার নেতৃত্বে এ আন্দোলনে ১৭৩ দিন হরতাল অবরোধ দেয়া হয়েছিল। অনেক ভাংচুর, জ্বালাও পোড়াও হয়েছে। কিন্তু দেখা গেল দিন শেষে প্রশাসনের আওয়ামী লীগের স্থাপিত জনতার মঞ্চে উঠেছে। তখন মহিউদ্দিন খান আলমগীর ছিলেন কেবিনেট সচিব। তাঁর নেতৃত্বে পুরো প্রশাসন জনতার মঞ্চে যোগ দিয়েছিল। পুলিশ নিরব হয়ে গিয়েছিল। তত্ত¦াবধায়ক সকারের দাবী মেনে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল তখনো।
একাবরও কি এনিয়ে কেউ চিন্তা করেন। লক্ষণ দেখে মনে হয় না। এখনো বড় বড় নেতাদের মুখে শোনা যায়, ক্ষমতায় গেলে সবই আবার পায়ে পড়বে। এই প্রশাসন ও পুলিশই তখন সবাই বিএনপি হয়ে যাবে! বুদ্ধিজীবী, কলমজীবী যারা রয়েছেন, সবাই তখন পেছনে ঘুরঘুর করবেন। সুতরাং এসব নিয়ে চিন্তার দরকার নেই। কোন রকমে ক্ষমতায় যেতে পারলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই ক্ষমতায় যাওয়ার জন্য তো রাজনীতি দরকার। এই প্রশাসন তো বিএনপি বা চার দলীয় জোট সরকারের বিদায়ের সময় যা করেছে, আওয়ামী লীগের শেষ সময় আসলে তা করে না। বরং আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তাদের সর্বাত্মক চেষ্টা থাকে। পুরাই ব্যতিক্রম তখন। এটা তো যে কাউকে স্বীকার করতে হবে, ২০১৪ এবং ২০১৮ সালের ভোট জালিয়াতি, চুরি সবই করেছে আইন শৃঙ্খলাবাহিনী। ভোট চুরির নেতৃত্ব দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা।
বলছিলাম, কে এম হাসান প্রসঙ্গে। তিনি ২৮ অক্টোবর সন্ধ্যার পর ঘোষণা করলেন দায়িত্ব নিতে অপারগ। তখনই সঙ্কট আরো গভীরতায় রুপ নেয়। সংবিধানের আরো অনেক গুলো বিকল্প ছিল। যেমন, সর্বশেষ অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব নিতে অপারগ হলে, তাঁর আগে যিনি অবসরে গেছেন তাঁকে প্রস্তাব করা। তাঁকেও না পাওয়া গেলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরে যাওয়া বিচারপতিকে প্রস্তাব করা। বুঝলাম সর্বশেষ অবসরে যাওয়া প্রধান বিচারপতি অপারগাত প্রকাশ করলেন। তাঁর আগে অবসরে যাওয়া প্রধান বিচারপতিকে খুজে পাওয়া গেল না। তিনি ইন্তেকাল করেছেন আগেই। কিন্তু আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরে যাওয়া বিচারপতি তখনো ছিলেন। কিন্তু এসব বিকল্প পাশ কাটিয়ে সর্বশেষ বিকল্প রাষ্ট্রপতিকে তত্ত¦াবধায়ক সরকারের দায়িত্ব দেয়া হল। যেমন ৯জনকে ডিঙ্গিয়ে মঈন ইউ আহমদকে সেনা প্রধান করা হয়েছিল। ঠিক একই কায়দায় অনেক গুলো বিকল্প এড়িয়ে রাষ্ট্রপতিকে তত্ত¦বাধায়ক সরকারের দায়িত্বে বসানো হল।
পরবর্তীতে কি দেখা গেল?
পরবর্তীতে দেখা গেল তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হিসাবে যাদের নিয়োগ দেয়া হয়েছে, তারাই প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কে জড়াচ্ছেন। যেমন আকবর আলী খান, হাসান মশহুদ চৌধুরী, সুলতানা কামাল, সিএম শফি সামি হঠাৎ করেই পদত্যাগ করে বসলেন। হাসান মশহুদ চৌধুরীকে তো চাকুরি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকার তাঁকে সেনা বাহিনী থেকে চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছিল। তাঁকে বিদেশে পররাষ্ট্র মিশনে চাকুরি দেয়া হয়েছিল। বিদেশ থেকে ডেকে এনে সেনা প্রধান বানিয়েছিল চার দলীয় জোট সরকার। তাঁকে উপদেষ্টা বানানো হল। কিন্তু তিনি কেন বিদ্রোহ করলেন! আকবর আলী খান না হয় আমলা ছিলেন। স্বাভাবিক নিয়মে কেবিনেট সচিব থেকে অবসরে গেছেন।
এই চারজনের বিদ্রোহের মাধ্যমে ইয়াউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারকে আরো বেশি বিতর্কিত করা হয়।
তৎকালীন সেনা প্রধান মঈন ইউ আহমদকে নিয়োগ দেয়া হয়েছিল ৯জনকে ডিঙ্গিয়ে। এত বিশ্বস্থ সেনা প্রধান কেন বিদ্রোহ করলেন! সেনা প্রধান মঈন উদ্দিন, ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মাসুদ উদ্দিনসহ সেনা বাহিনী ও সেনা গোয়েন্দা সংস্থার নেতৃত্বে যারা ছিলেন সবাইকে তো চার দলীয় জোট সরকার নিয়োগ দিয়েছিল। নাকি জাতিসংঘ বা অন্য কেউ এসে নিয়োগ দিয়েছিল তাদের! সুতরাং অনেকেই ষড়যন্ত্র তত্ত্বের মধ্যেই ঘুরপাক খান। কিন্তু এমন ষড়যন্ত্র হচ্ছে সেটাই বা জানা গেল না কেন! এটাও কি ব্যর্থতা নয়। ষড়যন্ত্র আগে থেকে জানতে পারলে বিশ্বাসযোগ্য প্রতিরোধও গড়ে তোলা যায়। এটাই তো সর্বজন স্বীকৃত। কিন্তু সে প্রতিরোধটাও কেন গড়ে তোলা গেল না। কোথায় ছিল গলদ!