1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোটিপতির সংখ্যা বাড়ছে সুষম বণ্টন নেই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে !

কোটিপতির সংখ্যা বাড়ছে সুষম বণ্টন নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২০৩ বার

অলিদ সিদ্দিকী তালুকদার|
বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। দেশের অর্থনীতি যে হারে বাড়ছে তার চেয়ে ঢের বেশি গতিতে ধনী মানুষের সংখ্যা বাড়ছে। ২০১৯ সালের প্রথম দিকে জানা যায়, অতি ধনী বেড়ে যাওয়ার তালিকায় বাংলাদেশ বিশ্বে প্রথম। এমনকি সাধারণ ধনী বাড়ার তালিকায়ও বাংলাদেশ তৃতীয়। যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্স এ খবর জানায়। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে জানা যায়, দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে। বিশ্বে অতি গরিব মানুষ রয়েছে এমন দশটি দেশের তালিকা প্রণয়ন করেছে বিশ্বব্যাংক। ওই তালিকায় বাংলাদেশের অবস্থান গত বছর ক্রমানুযায়ী পাঁচ নম্বরে পাওয়া যায়। সুষম উন্নয়নের কথাটি বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বারবার উচ্চারণ করা হলেও বাংলাদেশের অর্থনীতি এমনভাবে ডানা মেলছে যে, তাতে ধনীদের জন্য অনেক বেশি হারে সুযোগ সৃষ্টি হচ্ছে। দেশের সমাগ্রিক উন্নয়নের জন্য এই প্রবণতা অচিরেই বন্ধ হওয়া দরকার।
কেন্দ্রীয় ব্যাংকের উল্লিখিত প্রতিবেদন মতে, ২০১৯ সালের ডিসেম্বরে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮৩৯টি। ওই বছরের সেপ্টেম্বরে কোটিপতির হিসাবের সংখ্যা ছিল ৭৯ হাজার ৮৭৭। মাত্র তিন মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে তিন হাজার ৯৬২। তার আগের বছর, ২০১৮ সালে কোটিপতি হিসাব, বা অ্যাকাউন্ট ছিল ৭৫ হাজার ৫৬৩টি। এক বছরে কোটিপতি আমানতকারী বেড়েছে আট হাজার ২৭৬ জন। হিসাব মতে, কোটিপতি বাড়ার গতি ত্বরান্বিত হয়েছে এ দেশে। নতুন বছরের আরো ছয় মাস অতিবাহিত হয়েছে, এই সময়ে কোটিপতির সংখ্যা নিশ্চয়ই আরো বেশ কয়েক হাজার বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরো জানা যাচ্ছে, ২০১৯ সালের ডিসেম্বর শেষে এক কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকার আমানতকারী ছয় হাজার ৬৬১ জন বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৯১৯ জনে । পাঁচ কোটি এক টাকা থেকে ১০ কোটির মধ্যে আমানতদার রয়েছেন ৯ হাজার ৪২৬ জন। ১০ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত আমানতদার সাত হাজার ২১১ জন। ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে এক হাজার ২৮৩ জনের। এক বছরে ৫০ কোটি টাকার বেশি পরিমাণ আমানতকারী বেড়েছে ১৩৫ জন।
বাংলাদেশে গড়ে ৭ শতাংশ হারে প্রবৃদ্ধির দাবি করা হচ্ছে। বিগত দশ বছরে জাতীয় অর্থনীতির আকার দ্বিগুণের বেশি হয়ে যাওয়ার কথা। সে হিসাবে এ দেশের দরিদ্র মানুষের সংখ্যা অর্ধেকেরও বেশি কমে যাওয়ার কথা। অর্থনৈতিক উন্নয়নের প্রতিফলন বাস্তবে নেই। বরং বাংলাদেশের প্রবৃদ্ধির হিসাব ধনিক শ্রেণীর বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় নীতি হচ্ছে, “যেকোনো মূল্যে ‘উন্নয়ন’ অব্যাহত রাখতে হবে।” আবার উন্নয়নের ক্ষেত্রে বড় বড় প্রকল্প অগ্রাধিকার পাচ্ছে। এ সময়ে খবর হচ্ছে অতি ধনী বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এক নম্বরে। এ প্রতিযোগিতায় এক দশকে আমরা পেছনে ফেলেছি যুক্তরাষ্ট্র, চীন ও জাপানকে। অতি ধনী বলতে ওয়েলথ এক্স তিন কোটি ডলারের বেশি সম্পত্তির মালিককে বুঝিয়েছে। টাকার অঙ্কে তা ২৫০ কোটি টাকার বেশি হবে। ২০১৭ সাল পর্যন্ত আগের পাঁচ বছরে বাংলাদেশে অতি ধনীর সংখ্যা বেড়েছে ১৭ শতাংশ হারে। ধনী বাড়ার হারে বাংলাদেশ তৃতীয়। ‘ধনী’ বলতে প্রতিষ্ঠানটি ১০ থেকে ৩০ লাখ মার্কিন ডলারের সম্পত্তির মালিককে বুঝিয়েছে। বাংলাদেশী টাকায় এ স¤পদের মূল্য সাড়ে আট থেকে ২৫ কোটি টাকা।
সেন্টার ফর পলিসি ডায়লগের এক গবেষণা প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশের প্রবৃদ্ধি মাত্র পাঁচ শতাংশ মানুষের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ দেশের উন্নতির যে মোটা দাগের পরিসংখ্যান সেটি থেকে ৯৫ শতাংশ মানুষই বঞ্চিত। কেন্দ্রীয় ব্যাংকের আমানতদারদের গচ্ছিত অর্থের হিসাবে তার শতভাগ প্রতিফলন পাওয়া যাবে না। কারণ কালো অর্থনীতির আকার যেমন বড়, একই সাথে দেশের বাইরে অর্থ পাচারের মাত্রাটাও অনেক বেশি। মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে হলে সবার দিকে লক্ষ রাখতে হবে। জাতির উদ্বৃত্ত আয় যেন সবার ভাগে সমানভাবে বণ্টিত হয়, সে দিকে নজর দিতে হবে।

লেখকঃ বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট -| সাবেক কাউন্সিলরঃ বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ডিইউজে _|

২৬ জুন ২০২০- শুক্রবার –/

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম