আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
আজ মঙ্গল বার (১৬ জুন, ২০২০) সকাল ১১টায় করোনা মহামারী পরিস্থিতিতে কৃষি উৎপাদন সচল রাখার জন্য বিনামুল্যে চারা বিতরণ করেন খাগড়াছড়ি পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্র ও খাগড়াছড়ি বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ। চারা বিতরণকালে তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা দেশের এক ইঞ্চি মাটিও অনাবাদি রাখা যাবে না। মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে জন্য এই করোনা পরিস্থিতিতে যে কৃষকরা চারা ক্রয় করার সামর্থ নেই তাদেরকে স্বল্প পরিসরে বিনামূল্যে এই চারা বিতরণ করা হল।
চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল মালেক, গৌরাঙ্গ পাল, শাহিন মাহমুদ ও উপ- সহকারী কৃষি কর্মকর্তা ইমন ত্রিপুরা।
খাগড়াছড়ি সদর উপজেলার ১১টি গ্রাম থেকে ৬০ জন কৃষক কৃষানীদেরকে ১০ টি করে চারা দেয়া হয়। ১০ টি চারার মধ্যে আম বারি -৩ জাত ১ টি, বারি -৪ জাত ০১ টি, বারি লিচু -৪, ১ টি, বারি লিচু -৫, ১ টি, বারি মাল্টা-১, ২ টি, বারি ড্রাগন ২ টি, কাঠবাদাম ১ টি, সিদুর গোটা ১ টি। কৃষানকৃষাণীরা চারা পেয়ে খুশি।