মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
করোনাভাইরাসে আটকে পড়া ও আম্ফানে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর জেলা রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংস্থা “অভিযাত্রিক ফাউন্ডেশন”,
বিহস্পতিবার সকাল ১১টায় চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া আশ্রয়ন প্রকল্প মাঠে, এবং বাড়ি বাড়ি গিয়ে দুই’শ মানুষের মাঝেে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, আলু, লবণ,পিঁয়াজ,তৈইল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য।
কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন “অভিযাত্রিক ফাউন্ডেশন”টানা তিন মাস ধরে দেশের বিভিন্ন স্থানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।