1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরের ৩টি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

গাজীপুরের ৩টি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১৬৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
গাজীপুরে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমণ। জেলাটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। করোনার অন্যতম ‘হটস্পট’ গাজীপুরে সংক্রমণ মোকাবিলায় কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জানা গেছে, সংক্রমণের হার বিবেচনায় এনে জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের সাতটি গ্রামকে ‘গ্রিন জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ‘রেড জোন’ এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ‘কালীগঞ্জ উপজেলার তিনটি ওয়ার্ডকে ‘‘রেড জোন’’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শুক্রবার মধ্যরাত থেকে এই জোনে বিধি নিষেধ কার্যকর হচ্ছে।’

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের হিসাব মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৪৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৯ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম