আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি :
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক গুইমারা উপজেলার ৮৯ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, জাতিসত্ত্বা ও ক্ষুদ্র সম্প্রদায়ভুক্ত অসচ্ছল পরিবারের মাঝে পরিবার প্রতি ৪ হাজার টাকা হারে মোট ৩ লক্ষ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৯ জুন’২০)সকাল ১১ ঘটিকায় হাফছড়ি ইউনিয়নের ৩৮টি পরিবারের মাঝে মোট ১ লক্ষ ৫২ হাজার টাকা বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৃতি বিজয় চাকমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী।
উল্লেখ্য ২০১৯-২০ অর্থবছরের বরাদ্ধকৃত বিভিন্ন শ্রেনীতে অধ্যয়নরত ১৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির ১ লক্ষ ৪৭ হাজার ৬ শত টাকার চেক বিতরণ করা হয়।