শাহজালাল শাহেদ, চকরিয়া: করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশনায় চকরিয়া উপজেলা প্রশাসন চকরিয়া পৌরসভাকে রেড জোন চিহ্নিত করে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে। যা রোববার ৭ জুন বিকেল ৪টা থেকে কার্যকর হতে যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে শনিবার দিনগত রোববার রাত ১২টা থেকে লকডাউন কার্যক্রম শুরু হবে বলে ৭ নির্দেশিকা সম্বলিত একটি ঘোষণাপত্রে উল্লেখ করা হয়। এটি সংক্রমণ নিয়ন্ত্রণে আনার অধিকতর দক্ষতার একটি প্রচেষ্টা বলেও উল্লেখ করা হয় ঘোষণাপত্রে। তাই রেড জোনে উপজেলা প্রশাসন সর্বসাধারণের সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতামূলক ৭টি নির্দেশিকা প্রদান করেছেন। করোনা সচেতনতায় ওয়ার্ডভিত্তিক গঠিত কমিটির কর্মকর্তাদের উপজেলা প্রশাসন ঘোষিত সাত নির্দেশিকা কঠোরভাবে পালনের আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।
প্রশাসনের দেওয়া নির্দেশনাগুলো নিম্নে তুলে ধরা হলো:
১. সবধরণের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হল। সকল জনসাধারণ আবশ্যিকভাবে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করবেন।
২. সব ধরণের ব্যক্তিগত ও গণপরিবহণ বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী হালকা ও ভারী যানবাহন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে। কোভিড-১৯ মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত বেসরকারি গাড়ি চলাচলে উপজেলা প্রশাসনের অনুমতি গ্রহণ করতে হবে।
অ্যাম্বুলেন্স, রোগী পরিবহন, স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিবর্গের (অনডিউটি) পরিবহন, কভিড-১৯ মোকাবেলা ও জরুরী সেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ি এর আওতার বাইরে থাকবে।
৩. সবধরণের দোকান, মার্কেট, বাজার, হাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র শুক্রবার, শনিবার, সোমবার এবং বুধবার কাঁচা বাজার ও মুদি দোকান স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। ওষুধের দোকান এর আওতার বাইরে থাকবে।
৪. কেবলমাত্র কোভিড-১৯ মোকাবেলা ও জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা থাকবে। লকডাউনের সপ্তাহের দুইদিন কেবলমাত্র রোববার ও বৃহস্পতিবার ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে। সব হাসপাতাল, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও কোভিড-১৯ মোকাবেলায় পরিচালিত ব্যাংকিং সেবা প্রদান এর আওতার বাইরে থাকবে।
৫. জরুরি সংবাদ সংগ্রহের জন্য নির্বাচিত সংবাদকর্মীদের রেড জোনে কাজ করার নিমিত্ত সংশ্লিষ্ট প্রেসক্লাব কর্তৃক প্রদত্ত ছবিযুক্ত বিশেষ পরিচিতিপত্র দৃশ্যমান অবস্থায় গলায় ঝুলানো থাকা সাপেক্ষে এবং কোভিড-১৯ মোকাবেলায় রেড জোনে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের উপজেলা নির্বাহী অফিসার, চকরিয়া কর্তৃক প্রদত্ত ছবিযুক্ত বিশেষ পরিচিতিপত্র দৃশ্যমান অবস্থায় গলায় ঝুলানো থাকা সাপেক্ষে কাজ করার অনুমতি দেয়া হবে।
৬. সবধরণের গণপরিবহন টার্মিনাল রেড জোনের বাইরে স্থানান্তর করতে হবে।
৭. প্রকাশ্য স্থানে বা গণজমায়েত করে কোন প্রকার ত্রাণ, খাদ্য সামগ্রী বা অন্য কোন পণ্য বিতরণ করা যাবে না।