শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় রোববার ৭জুন বিকাল ৪টা থেকে কার্যকর হতে যাচ্ছে ২১জুন পর্যন্ত টানা ১৪দিনের লকডাউন। কোনভাবেই করোনা প্রভাব রোধের নিম্নগতি পরিলক্ষিত না হওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে এ সিদ্ধান্ত নেন চকরিয়া উপজেলা প্রশাসন। স্বাভাবিক প্রক্রিয়ায় ফেরাতে প্রয়োজনে আরো কঠোর হবেন বলেও বিশেষ সভায় ঐক্যমত পোষন করে হুঁশিয়ারি উচ্চারণ করেন উপজেলার সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
শুক্রবার ৫জুন রাত ৮টায় চকরিয়া উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ঠেকাতে কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসনের আহবানে বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া পৌরসভা এবং উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের আংশিক এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়। ঘোষণাকৃত এসব এলাকায় জনসাধারণের বেপরোয়া বিচরণ পর্যবেক্ষণে প্রশাসন সর্বোচ্চ কঠোর হবেন বলে মত প্রকাশ করা হয়। অর্থাৎ সংশ্লিষ্ট এলাকায় নির্দিষ্ট নির্দেশনা ও শর্ত সাপেক্ষের আওতাধীন ছাড়া ১৪দিনের জন্য সর্বসাধারণের যাতায়াত কিংবা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনাবাহিনীর প্রতিনিধি মেজর মোহাম্মদ জোবায়ের, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু প্রমুখ।
অনুষ্ঠিত জরুরী সভা শেষে চকরিয়া উপজেলা প্রশাসনের সরকারি প্রচারমাধ্যম ফেসবুক পেইজে নির্দেশনামূলক পোস্ট তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ঠেকাতে কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে আগামী ৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত চকরিয়া পৌরসভা এলাকা এবং ডুলাহাজারা ইউনিয়নের আংশিক ০২, ০৩, ০৮ নং ওয়ার্ড এলাকাকে দুই সপ্তাহের জন্য রেডজোন তথা লকডাউন ঘোষণা করা হয়েছে।
উল্লেখিত সময়ে সপ্তাহে দুইদিন রোববার এবং বৃহস্পতিবার ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে কাঁচাবাজার। উল্লেখিত আদেশ রেড জোন এলাকায় সর্বসাধারণের অবগতির চকরিয়া পৌরসভার সর্বসাধারণ ও ডুলহাজারা ইউনিয়নের আংশিক ওয়ার্ড এলাকার সর্বসাধারণের অবগতির জন্য আগামি ৭ জুন বিকাল ৪টা থেকে কার্যকর হবে।
চকরিয়া উপজেলা প্রশাসনের বিশেষ সভার সিদ্বান্ত মোতাবেক, আগামী ৭জুন রোববার বিকেল ৪টা থেকে চকরিয়া পৌরসভা ও ডুলাহাজারা আংশিক এলাকায় কার্যকর হবে লকডাউন কার্যক্রম। উল্লেখিত সময়ে স্বাস্থ্য বিধি মেনে সপ্তাহে দুইদিন রোববার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শুধুমাত্র মুদি, কাঁচাবাজার মাছ বাজার এবং ওষুধের দোকান খোলা থাকবে। সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। লকডাউন সময়ে পেশাগত প্রয়োজনে চলাচল করতে হলে সংবাদকর্মীদেরকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) পাশ নিতে হবে।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ বলেন, চকরিয়া পৌরসভা ও উপজেলার ডুলহাজারা ইউনিয়নের কিছু অংশ করোনা ঝুঁকিতে থাকায় রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী দুই সপ্তাহের জন্য জেলা প্রশাসক কক্সবাজার মহোদয়ের নির্দেশনায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়। এই চৌদ্দ দিনের কঠোরতায় করোনার প্রাদুর্ভাব না কমলে প্রয়োজনানুসারে লকডাউনের সময় আরও বাড়তে পারে।