অশোক দাশ, চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন করোনা ভাইরাস প্রাদুর্ভাবে অধিকতর সংক্রমণ প্রবণ হিসেবে নগরীর ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডে মঙ্গলবার দিবাগত রাত ১২ থেকে লকডাউন কার্যকর করার নির্দেশনা দিয়ে বলেন, এই সময়ে আরোপিত সকল নিষেধাজ্ঞা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যাতে কোন ভাবেই লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে সরকারের স্বাস্থ্য কর্তৃপক্ষ, প্রশাসন,আইনশৃংখলা বাহিনী ও চসিক সর্বাত্মক সতর্কতা ও প্রস্তুতি নিয়ে সার্বক্ষণিকভাবে মাঠে থাকবে।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ২১ দিন ব্যাপী লাগাতার লকডাউন চলাকালীন সময়ে জনগণ যাতে ঘরে থেকেই নিজের সুরক্ষা শতভাগ নিশ্চিত করতে পারেন সে জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান ও চাহিদা পূরণ করা হবে। এই সময়ে লকডাউন ঘোষিত এলাকায় অহেতুক লোক সমাগম, যান ও জন চলাচল এবং এলাকা থেকে বাইরে বের না হওয়া এবং বাইরে থেকে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং নিষেধাজ্ঞা প্রয়োগে আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে এবং আইনশৃংখলা সংস্থা ও প্রশাসনকে সহযোগিতার জন্য সেনাবাহিনীর টহল ও নজরদারী চলবে।
তিনি আরো জানান যে, এলাকায় আক্রান্তদের চিকিৎসাসেবা, ওষুধপত্র সরবরাহের ব্যবস্থা এবং গুরুতর কোভিড ও নন কোভিড রোগী পরিবহনের জন্য সার্বক্ষণিক এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। এছাড়াও নির্ধারিত ফোন নম্বরে কল করে জানানো হলে প্রয়োজনীয় ঔষুধপত্র, জীবাণুনাশক এবং দৈনন্দিন কাঁচাবাজার ন্যায্যমূল্য দরে ভ্যানযোগে চসিকের সেচ্ছাসেবক টিম ঘরে ঘরে পৌঁছে দেবে। তিনি লকডাউন ঘোষনার প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, সাধারণ ছুটি ঘোষনার ৬৬ দিন পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি বরং করোনা আক্রান্তের হার ও মৃত্যুর তালিকা বাড়তে থাকায় সরকার জীবন-জীবিবকার সম্বনয় ঘটাতে করোনা সংক্রমণ প্রবণ এলাকা চিহ্নিত করে দ্বিতীয় পর্যায়ে লকডাউন ঘোষনার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কারণ লক্ষ্য করা গেছে যে, দেশব্যাপী লকডাউন চলাকালীন সময়ে সাধারণ মানুষের মাঝে সামাজিক দূরত্ব রক্ষা ও স্বাস্থ্যবিধি না মানার বেপরোয়া মানসিকতা পরিস্থিতিকে দ্রুত অবনতিশীল করে তোলে। এমনকি করোনা সংক্রমনের ভয়াবহতা সম্পর্কে কোন সতর্ক ও গুরুত্ববোধ আমলে না এনে স্বাভাবিক সময়ের মতই জীবন ধারনে অভ্যস্থ এবং এই মনোভাব আত্মঘাতী বিধায় তার পরিণতি এখন সকলেই টের পাচ্ছেন।
এই বাস্তবতার প্রেক্ষিতেই সরকার দ্বিতীয় পর্যায়ে ২১ দিনব্যাপী অঞ্চল ভিত্তিক লক ডাউনের সিদ্ধান্ত নিয়ে সাধারণ ছুটি ঘোষনার আওতায় এনেছেন । তিনি সকলকে লকডাউন মেনে ঘরে অবস্থানের আহবান জানান। এসময় মেয়র ওয়ার্ড কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুমে লকডাউন কর্মসূচির সার্বিক বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। পরিদর্শনকালে কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ মঞ্জু, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, ৩২ এসটি ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্নেল এইচ,এম, আনোয়ার আলী, চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, পাহাড়তলী জোন এসি আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইকবাল চৌধুরী, লায়ন গিয়াস, ছগির আলম, জানে আলম উপস্থিত ছিলেন।