রাজু আহমেদ, চট্টগ্রাম :
চট্টগ্রাম আকবরশাহ থানাধিন আশ্রমের বিপরীতে নাচিয়া ঘোনা এলাকায় আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল কুরআন ও এতিমখানার আড়ালে পাহাড় দখল করে পাকাঘর তৈরির অভিযোগ উঠেছে নুরু নামে জনৈক ব্যক্তির বিরুদ্ধে এবং সেসব ঘর ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণের টাকা,এলাকার বেশিরভাগ পাহাড় কাটার সাথে সম্পৃক্ত থাকেন তিনি,গত ২ জুন নগরীতে ৪ জনকে পাহাড় কাটার দায়ে ১৪ লক্ষ টাকা পরিবেশ অধিদপ্তর জরিমানা করলেও থামেনি এ পাহাড় কাটার উৎসব। নুরু পাহাড় কেটে ব্যাপক ক্ষতি সাধন করছে বলেন এলাকাবাসী,সরোজমিনে আজ গিয়ে দেখাযায় নতুন করে পাহাড় কাটার চিত্র রাতে কাটা হয় এ পাহাড় এবং তড়িঘড়ি করে নতুন পাকা বসতঘর তৈরি কাজ চলছে পাহাড়ে,কর্মরত রাজমিস্ত্রিরা বলেন এ কাজ করাচ্ছে নুরা,প্রতি বছর পাহাড় ধসে প্রানহানি হয় চট্টগ্রামে,জেলা প্রশাসকের সাবধানতা না মেনে আইনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে এ পাহাড়,এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
বিদ্রুঃআমি এখানে কিছু ছবি দিয়েছি ভালো কিছু ছবি দিয়ে যদি একটি ছবি বানানো যায় তাহলে মনে হয় ভালো হবে।