♦
জন্মের শেষ চিৎকারের মধ্যে
শিশুটি দেখলো
আলো আর আলো।
হাওয়া দেখলো
লাল টকটকে খুন দেখলো
চারপাশের কোলাহল শুনলো
সুঁই-সুতা, ছুরি-কাঁচি দেখলো।
তারপর ……
তারপর নিজের নাড়ী কাটা দেখলো সহজে
মায়ের কষ্ট দেখলো
ডাক্তারের ভালোবাসা দেখলো
নার্সের প্রেম দেখলো
ভেবে দেখলো….
সব তার নিজের একারই।
দেখলো না শুধু
অন্ধকারে শংকাতুর পিতার পায়চারি।।